দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আজ চলছে হাইভোল্টেজ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল|আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। ২০০৩ সালের পর ফের বিশ্বকাপ ফাইনালে প্রতিদ্বন্দ্বী এই দুই দল। সমগ্র দেশবাসী উচ্ছ্বসিত। ভারতীয় দলকে বিশ্বকাপ ফাইনালের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার মতো তাবড় তাবড় সব দলকে দুরমুশ করে ফাইনালে উঠেছে ভারত। ২০ বছর পর ফের বিশ্বকাপ ফাইনালের মঞ্চে মুখোমুখি ভারত বনাম অস্ট্রেলিয়া। বিশ্বকাপ জ্বরে ফুটছে গোটা দেশ। উত্তাপ পৌঁছেছে রাজনীতির আঙিনাতেও। এরইমধ্যে এবার টুইটে ভারতীয় টিমের জন্য শুভেচ্ছাবার্তা জানাতে দেখা গেল মমতাকে। টুইটারে মমতা লেখেন, ‘আজ একটা মহান ঐতিহাসিক উপলক্ষ। বিশ্ব আঙিনায় ক্রিকেটের সবচেয়ে নাটকীয় যুদ্ধের প্রাক্কালে টিম ইন্ডিয়ার জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানাই। সমগ্র জাতি আপনাদের জয়ের জন্য অপেক্ষা করছে। আমাদের গর্বিত করুন, আজ আমাদের গৌরবময় করুন!’ এদিকে ভারতীয় দলকে এক্সে (টুইট) শুভেচ্ছাবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রোহিত ব্রিগেডকে ফাইনালের জন্য শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহিল গান্ধিও ৷ রবিবার বিসিসিআইয়ের তরফেও ভারতকে শুভেচ্ছা জানিয়ে টুইট করা হয়েছে ৷ মোদি এ দিন টুইটে লেখেন, “অল দ্য বেস্ট টিম ইন্ডিয়া!১৪০ কোটি ভারতীয় আপনার জন্য উল্লাস করছে।আপনি উজ্জ্বল হয়ে উঠুন, ভালো খেলুন এবং ক্রীড়াঙ্গনের চেতনা বজায় রাখুন।”রাহল গান্ধি এক্সে লিখেছেন, “ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের জন্য নীল রঙের ছেলেদের শুভেচ্ছা। নির্ভয়ে খেলুন-আপনার জন্য এক বিলিয়নেরও বেশি হৃদয় স্পন্দিত হয় ৷ বিশ্বকাপ ঘরেই আনো ৷ ভারত জিতবে ৷”টিম ইন্ডিয়ার উদ্দেশে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী বার্তা, “বিশ্বকাপে তোমাদের অবিশ্বাস্য এবং অপ্রতিরোধ্য পারফরম্যান্সকে কুর্নিশ জানাই। তোমরা সবসময় দেশকে গর্বিত, আনন্দিত করেছ। বিশ্বকাপজুড়ে তোমাদের জয়যাত্রা অনেককে অনুপ্রেরণা দিয়েছে। অনেক কিছু শিখিয়েছে। শিখিয়েছে একতা, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রতিজ্ঞ হতে। এই শিক্ষা শুধু খেলার মাঠ নয়, জীবনের নানা ক্ষেত্রেও কাজে লাগবে।” সোনিয়ার আরও সংযোজন, “ক্রিকেট সবসময় আমাদের দেশকে ঐক্যবদ্ধ করেছে। টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জেতার সব দক্ষতা রয়েছে। দেশবাসী সবসময় দলের পাশে রয়েছে।”প্রসঙ্গত, এর আগে ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। তবে সেইবার ভাগ্য সহায় হয়নি ভারত দলের। ক্যাঙ্গারুদের ঠেকিয়ে জিততে পারেনি ভারতীয় টিম। আর সে কারণেই সেই হারের বদলা নিতে এবার মুখিয়ে রয়েছেন বিরাট-রোহিতরা।