প্রসেনজিৎ ধর,কলকাতা :- রাজ্যে ছট পুজোয় ২ দিন ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রতিবার যেমন করেন, এবছরও পুজো দিলেন কলকাতার দইঘাটে। গেলেন তক্তা ঘাটে।ছটপুজোর অনুষ্ঠানেও কেন্দ্রবিরোধী সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে কলকাতার একাধিক ঘাটে ছটপুজোর অনুষ্ঠানে যোগ দেন তিনি। তক্তাঘাট থেকে দইঘাট, মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ পুরসভার একাধিক নেতা। সেখান থেকেই ছটপুজো উপলক্ষে রাজ্যে ২ দিন ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে কেন্দ্রের উদ্দেশে কটাক্ষ, ”দিল্লি তো ছুটিই দেয় না। আমরা দিই। সব উৎসবে ছুটি দিই। ছটপুজোতেও ২ দিন ছুটি থাকবে রাজ্যে। সবাই যাতে ভালোভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন, তার জন্য।”রবিবার দুপুরে প্রথমে মুখ্যমন্ত্রী যান তক্তাঘাটে। সেখানে উপস্থিত সকলকে ছটপুজোর শুভেচ্ছা জানান। তিনিও যে ছটপুজো অর্থাৎ সূর্যে উপাসনা করেন, সেকথা উল্লেখ করেন। গঙ্গার পবিত্রতার কথা বলে আবেদন জানান, ছটপুজোয় যাতে সেই পবিত্রতা রক্ষা করা হয়। বলেন, ”বাংলায় আমরা সমস্ত উৎসবে ছুটি দিই। ছটপুজোতেও ২ দিন ছুটি। আপনারা জানেন, দিল্লি কিছুতে ছুটি দেয় না। কিন্তু আমরা দিই। ইদ, ছটপুজো সবেতে দিই।”এরপর তিনি চলে যান বাবুঘাট লাগোয়া দইঘাটে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ”অনেকে বলে, আমি কেন ছটপুজোতেও আসি। আমি আসব। কারণ, ছটপুজো যাঁদের উৎসব, সেই বিহারি ভাই-বোনেরা আমাদেরই ভাই-বোন। তাঁরা অনেকে বাংলায় থাকেন। সকলেই আমাদের। আর আমি নিজেও সূর্যের উপাসক। রোজ মন্ত্র পড়ে সূর্য প্রণাম জানাই। তাই এই উৎসব আমারও উৎসব।”