Breaking News

শেষ বেলায় ১৪০ কোটির স্বপ্নভঙ্গ,২০ বছর আগের স্মৃতি ফিরল, রেকর্ড ষষ্ঠ বার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ফের ২০০৩ সালের পুনরাবৃত্তি ঘটল। ২০ বছর আগের বদলা নেওয়া হল না রোহিতদের। ১০ বছর ধরে আইসিসি ট্রফি জয়ের খরা কাটল না। ১২ বছর পর বিশ্বকাপেও জয়ের স্বপ্নও ভেঙে চুরমার হল ১৪০ কোটির দেশের। অস্ট্রেলিয়ার একটা সময় ৪৭ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল। সেইসময় ভারতীয় দলকে দেখে মনে হয়েছে তারাই শেষ মুহূর্তে বাজিমাত করবে। যেভাবে টানা দশটি ম্যাচ জিতেছিল। সেইভাবেই ম্যাচ বের করে দেবে। কিন্তু হল না। ভারতকে ছয় উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভারতের ২৪০ রান খুব সহজেই তুলে দিয়েছেন হেড ও লাবুশানে। ৪২ বল আগেই খেলা শেষ করে দিয়েছে অস্ট্রেলিয়া। হেড করলেন ১২০ বলে ১৩৭ রান, যারমধ্যে রয়েছে ১৫টি চার ও চারটি ছক্কা। পাশাপাশি লাবুশানে করলেন ৫৮ রান।আসলে ফাইনালে বরাবরই অস্ট্রেলিয়া অপ্রতিরোধ্য হয়ে ওঠে। প্রতিপক্ষ যেই হোক, যেমনই ফর্মে থাক, পরিস্থিতি যাই হোক অজিরা শুধু একটা মন্ত্রই জানে, প্রতিপক্ষকে শেষ করে দাও। বিশ্বকাপের ফাইনালে বিন্দুমাত্র ভুল করলেই আর ঘুরে দাঁড়ানোর বিন্দুমাত্র সুযোগটুকুও দেয় না ব্যাগি গ্রিন। নাহলে একটা দল ৮ বার ফাইনালে উঠে পাঁচবারই চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করতে পারে! আসলে যে কোনও বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া নামা মানে তাঁরাই ফেভারিট। সেই মিথ এবার ভেঙেছিলেন রোহিতরা। ভারত ফাইনালে নেমেছিল ফেভারিট হিসাবে। কিন্তু শেষে গিয়ে অস্ট্রেলিয়া বুঝিয়ে দিল, যে কোনও বিশ্বকাপে, যে কোনও পরিস্থিতিতে ফেভারিট তাঁরাই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *