Breaking News

বামেদের বনধে কলকাতায় কোথাও পুড়ল মুখ্যমন্ত্রীর কুশপুতুল,কোথাও পথ অবরোধ, উত্তপ্ত এন্টালি, মৌলালি, প্রতিবাদ মিছিলে পথে বাম-কংগ্রেস নেতৃত্ব

দেবরীনা মণ্ডল সাহা :- বাম-কংগ্রেসের ছাত্র এবং যুব সংগঠনগুলির সম্মিলিত নবান্ন অভিযানে পুলিশি ‘নির্মমতা’র অভিযোগে আজ ১২ ঘণ্টার বনধ এর মিশ্র প্রতিক্রিয়া দেখা মিলল | সকাল থেকেই কলকাতাতে বেসরকারি বাস, অটো, ট্যাক্সি সবই চলছে | শিয়ালদহ শাখা থেকে সময়মতো চলছে দূরপাল্লার ট্রেন, শহরতলির ট্রেন পরিষেবাও স্বাভাবিক | মানুষও প্রতিদিনের মতো কাজে বেরিয়েছেন|এদিন সকালে এয়ারপোর্ট ১ নম্বর গেটে সিপিএম ও কংগ্রেস যৌথভাবে অবরোধ করে | লেকটাউন, কালিন্দী, যশোর রোডে অবরোধ সিপিএমের | মিছিল করে তারা রাস্তা অবরোধ করে|

নিউটাউন পাথরঘাটা বাজার এলাকায় বন্ধ সফল করতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান সিপিআইএম কর্মীরা | পুলিশ-বিক্ষোভকারীদের বচসা শুরু হয় | বাগুইআটি ভিআইপি রোডও অবরোধ করেন সিপিআইএম কর্মী সমর্থকরা | বাইকে অফিস যাওয়ার পথে এক ব্যাঙ্ক কর্মীকে মারধরের অভিযোগ উঠল বনধ সমর্থনকারীদের বিরুদ্ধে | একইসঙ্গে অটো ভাঙচুরেরও অভিযোগে উত্তপ্ত হল নোয়াপাড়া| পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে | অন্যদিকে মানিকতলা সিপিআইএম লোকাল কমিটির নেতৃত্বে সকালে একটি মিছিল পৌঁছয় শ্যামবাজারে। এরপর একটি পথসভা করে | শেষে মুখ্যমন্ত্রীর কুশপুতুলও পোড়ায় তারা |

বেলায় এন্টালি মার্কেট থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত প্রতিবাদ মিছিলে পা মেলান বাম-কংগ্রেস শীর্ষ নেতৃত্ব | ছিলেন বিমান বসু,সূর্যকান্ত মিশ্র, প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান, অশোক ঘোষ, অমিতাভ চক্রবর্তী,সুজন চক্রবর্তীরা |

বেলায় মৌলালি মোড়ে বাস আটকানোর চেষ্টা করলেন বনধ সমর্থকরা | একইসঙ্গে গোটা রাস্তা জুড়ে জ্বালিয়ে দেওয়া হয় টায়ার ও খড়|

বনধ সমর্থকদের বিক্ষোভের জেরে প্রায় মিনিট ১৫-২০ অবরুদ্ধ থাকে মৌলালির মত ব্যস্ততম মোড় | পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *