দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- চোখের সমস্যায় আপাতত বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাই সশরীরে নয়, তৃণমূলের বিশেষ অধিবেশনে ভার্চুয়ালি যোগ দিলেন আয়োজক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত সকলের উদ্দেশে হাতজোড় করে প্রণাম করলেও কোনও কথা বলেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, ফের চোখের সমস্যায় ভুগছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল মুখপত্র ‘জাগো বাংলা’-এ প্রকাশিত খবর অনুযায়ী, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে রক্ত জমাট বেঁধে গিয়েছে। অধিক সময়ে কন্ট্যাক্ট লেন্স পরে থাকার কারণে চোখের এমন সমস্যা তৈরি হয়েছে বলে খবর। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের অসুস্থতার খবর পেয়ে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের কর্মসূচি শেষ করে পৌঁছে যান তাঁকে দেখতে। এই সমস্যার খবর সামনে আসতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়েও প্রশ্ন তৈরি হয়। সরাসরি নেতাজি ইন্ডোরে উপস্থিত হতে পারলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা শুরু হতেই তিনি ভার্চুয়ালে যোগ দেন তিনি।এ প্রসঙ্গে এদিন সুব্রত বক্সী বলেন, “আজকের আয়োজক ছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। চিকিৎসক তাঁকে সাত থেকে দশ দিন বিশ্রাম নিতে বলেছেন। তাও তিনি আপনাদের সম্মানিত করতে যোগ দিলেন।” তিনি আরও জানান, “অভিষেক বন্দোপাধ্যায় আজ বলার মত অবস্থায় নেই। তিনি নিজেও দুঃখিত।”জানা গিয়েছে, দীর্ঘক্ষণ কন্ট্যাক্ট লেন্স পরে থাকার জন্য মারাত্মক চোখের সংক্রমণের শিকার হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর এখন তিনি বাড়িতেই বিশ্রামে রয়েছেন। কিন্তু সম্পূর্ণ সুস্থ নন। এর মধ্যেই বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে রয়েছে তৃণমূলের বিশেষ অধিবেশন। অভিষেকেরই সব দেখাশোনা করার কথা ছিল। কিন্তু তিনি সশরীরে হাজির হতে পারলেন না। তবে দলের কর্মী, সমর্থকদের কথা ভেবে এবং দলের প্রতি দায়িত্ববোধ থেকেই অসুস্থ শরীরেই ভারচুয়ালি সভায় উপস্থিত থাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনই দাবি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের।
Hindustan TV Bangla Bengali News Portal