প্রসেনজিৎ ধর, কলকাতা :- আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের আয়োজন নিয়ে গোড়া থেকেই বিতর্ক চলছে। ফাইনালে ভারত হেরে যাওয়ার পর সেই বিতর্ক নিয়ে এখনও তোলপাড় চলছে। ফাইনালে স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকা নিয়েও অনেকে টিপ্পনি করতে শুরু করেছেন। বৃহস্পতিবার সেই বিতর্ক আরও উস্কে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এদিন নেতাজি ইনডোরে তৃণমূলের সাংগঠনিক সভায় মমতা বলেন, “ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতায় বা ওয়াংখেড়ে স্টেডিয়ামে হত তা হলে ভারত জিতত।” তিনি এও বলেন, “আমাদের খেলোয়াড়দের গেরুয়া পরিয়ে দিচ্ছে। ওরা পরতে চায়নি। তার পরেও নীল জার্সির মধ্যে গেরুয়া লাগিয়ে দিয়েছে।” নাম না করে কেন্দ্রের শাসক দলকে পাপিষ্ঠ বলেও সমালোচনা করেন তৃণমূলনেত্রী। বিশ্বকাপে ক্রিকেটারদের কমলা প্র্যাকটিস জার্সি নিয়ে আগেই আপত্তি জানিয়েছিলেন মমতা। প্রশ্ন তুলেছিলেন, খেলার মধ্যে রাজনীতি কেন? এবার আরও বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর দাবি, ভারতীয় দলের মূল জার্সিও গেরুয়া করতে চেয়েছিল বিজেপি। মমতা বলছেন, “খেলতে গিয়েও বলেছিল নীল পরা যাবে না। প্লেয়ারদের আপত্তিতে সেটা খাটেনি। তাও দেখবেন নীলের মধ্যে হলুদ লাগিয়ে দিয়েছে। পাপিষ্ঠরা যেখানেই যাবে, সেখানেই মনে রাখবেন |”এর আগে ক্রিকেট বিশ্বকাপের কোনও ফাইনাল ম্যাচকে নিয়ে এত রাজনৈতিক সমালোচনা হয়েছে কিনা অনেকেই স্মরণ করে বলতে পারবেন না। কিন্তু বহু মানুষের ধারণা যে ক্রিকেট বিশ্বকাপ নিয়ে কেন্দ্রে শাসক দল পুরোদস্তুর রাজনীতি করতে চেয়েছিল। ভারত জিতলে সেই ‘ফিল গুডে’ জাতীয়তাবাদের মোড়ক লাগিয়ে ব্যবহার করা হত। সম্ভবত সেই কারণে ফাইনালে ভারতের পরাজয়ের পর বিজেপিকে পাল্টা কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা।