দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শিক্ষক নিয়োগ দুর্নীতির পর বেআইনি নির্মাণ মামলায় বিস্ফোরক কলকাতা হাই
কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লিলুয়ার এক বেআইনি নির্মাণ মামলার শুনানিতে তিনি বলেন, “আমার নিজের বাড়িও বেআইনিভাবে তৈরি হলে বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে।” শুক্রবার বিকেল সাড়ে তিনটের মধ্যে এজলাসে লিলুয়া থানার ওসি এবং প্রোমোটর পার্থ ঘোষকে হাজিরার নির্দেশ বিচারপতির।গত ৪ সেপ্টেম্বর ওই নির্মাণ ভাঙতে বালি পুরসভা থেকে লোক পাঠানো হয়েছিল। কিন্তু তাঁরা গিয়ে বাধার সম্মুখীন হন। পুলিশের সাহায্য ছাড়া ওই নির্মাণ ভাঙা সম্ভব নয় বলে জানায় পুরসভা। এই সংক্রান্ত মামলার শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, তাঁর বাড়িও হাওড়াতেই। সেই বাড়ির নির্মাণে যদি কোনও গলদ পাওয়া যায়, তবে সেটিও ভেঙে দিতে হবে। বেআইনি নির্মাণ কোনও ভাবেই বরদাস্ত করা যাবে না। বিচারপতির কথায়, ‘‘একটিও বেআইনি নির্মাণ থাকা উচিত নয়। হাওড়ায় আমার বাড়ি রয়েছে। সেটিও যদি বেআইনি হয়, বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে।’’ এই মামলায় প্রোমোটর পার্থ ঘোষকে এজলাসে হাজিরার নির্দেশ। “তাকে কোথাও না পাওয়া গেলে, নেতাজি ইন্ডোরে পাওয়া যাবে”, বলেও মন্তব্য বিচারপতির। কেন বেআইনি নির্মাণ ভাঙার কাজে পুরসভা সাহায্য করছে না পুলিশ, সে জবাব চাইতে ওসিকেও তলব করা হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal