Breaking News

‘ভেবেছিল মহুয়াকে দল থেকে তাড়িয়ে দেব…’,মহুয়া ইস্যুতে কার্যত প্রথমবার মুখ খুললেন মমতা!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মহুয়াকে নিয়ে প্রথমবার মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়ার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে তাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি মমতার। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দলীয় সভায় মহুয়া সম্পর্কে একথাই বললেন তিনি। টাকার বিনিময়ে সংসদ অধিবেশনে প্রশ্নের মামলায় কার্যত এই প্রথমবার মহুয়াকে নিয়ে মুখ খোলেন মমতা। আর সেখানেই বলেন, বিজেপির পরিকল্পনা মহুয়ার সাংসদ পদ নষ্ট করার।বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের মেগা বৈঠকে তাঁর সাফ বক্তব্য, ”ওরা ভেবেছিল মহুয়াকে দল থেকে তাড়িয়ে দেব। আর তো তিনমাস বাকি। ও সংসদের ভিতরে যা বলেছে, তা এবার থেকে রোজ বাইরে, সাংবাদিক সম্মেলন করে বলবে।”শিল্পপতি দর্শন হীরানন্দানির থেকে টাকা নিয়ে সংসদে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন মহুয়া মৈত্র, এই অভিযোগে সম্প্রতি তাঁর বিরোধিতায় ব্যস্ত হয়ে উঠেছিল বিজেপি। সংসদের এথিক্স কমিটি তড়িঘড়ি তাঁকে ডেকে এই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। তাঁর সাংসদ পদ বাতিলের সুপারিশে সিলমোহরও দিয়েছে এথিক্স কমিটি। তবে এ বিষয়ে আসন্ন শীতকালীন অধিবেশনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ডিসেম্বরের ৪ তারিখ থেকে শুরু হবে অধিবেশন। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যেই মহুয়াকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা প্রবল।এর আগে মহুয়ার পাশে দাঁড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, বিজেপির একাধিক সাংসদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তবে সেসব শুনানি এথিক্স কমিটিতে হয় না। অভিষেকের বক্তব্য ছিল, “আদানিদের নিয়ে প্রশ্ন তুললে তাঁকে কীভাবে সাংসদ পদ থেকে সরানো যায়, সেই চেষ্টা চলে।” অভিষেকও মহুয়ায় ভরসা রেখে বলেছিলেন, নিজের লড়াই নিজে লড়ার ক্ষমতা আছে মহুয়ার। এবার মমতা বোঝালেন, মহুয়ার পাশে আছে দল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *