দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- চিৎপুরের পর এবার ময়দান। ফের দিনেদুপুরে রক্তাক্ত হল কলকাতা। শনিবার দুপুর আড়াইটে নাগাদ ময়দান থানা এলাকায় আচমকা এক যুবককে অস্ত্র নিয়ে তাড়া করতে দেখা যায় এক দুষ্কৃতীকে। দৌড়েও শেষরক্ষা করতে পারেনি ওই যুবক। তাকে ধাওয়া করে ধরে ফেলে প্রকাশ্যেই কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত চলছে।পুলিশ সূত্রে খবর, জখম যুবকের নাম সৌরভ মল্লিক (৩২)। তিনি নিমতা এলাকার বাসিন্দা। অভিযুক্ত যুবক ও তিনি একই জায়গায় কাজ করতেন বলে খবর। এদিন ময়দান চত্বরে দুপুর দুটো নাগাদ দুজনে বাদানুবাদে জড়িয়ে পড়েন। এরপর একটি ছোট ছুরি নিয়ে সৌরভকে আক্রমণ করেন অভিযুক্ত বলে অভিযোগ | হাড়হিম এই ঘটনার জেরে প্রাথমিকভাবে হতচকিত হয়ে পড়েন আশেপাশের মানুষ। পরে তাঁরা ছুটে যান। ততক্ষণে ঘটনাস্থল ছেড়ে বেপাত্তা হয়ে যায় অভিযুক্ত। স্থানীয় মানুষজন ওই যুবককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করে। এখন সেখানেই তার চিকিৎসা চলছে। কী কারণে হামলা তার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, টাকা পয়সার লেনদেন নিয়ে গন্ডগোলের জেরেই এই হামলা। পুলিশ জানিয়েছে, আহত যুবক ক্যাটারিং সংস্থার কর্মী। এদিন দুপুরে তারা তিনজন ময়দান এলাকায় টাকার ভাগ বাঁটোয়ারা করছিল। কোনও কারণে গন্ডগোল বাঁধতেই তাঁদের মধ্যে একজন ওই যুবকের উপর ছুরি নিয়ে চড়াও হয়। বেশ কয়েকবার কোপানো হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক।