প্রসেনজিৎ ধর,কলকাতা :- রাত পোহালেই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা। যা আয়োজন করেছে বঙ্গ–বিজেপির নেতারা।কলকাতা হাইকোর্টের দুই বেঞ্চ থেকে এই ‘হাইভোল্টেজ’ সভার অনুমতি এনেছে বিজেপি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসার কথা এই অনুষ্ঠানে। স্বভাবতই নভেম্বরের শেষবেলায় রাজনীতির পারদ চড়ছে কলকাতায়। এরইমধ্যে শুরু হয়েছে বিধানসভা অধিবেশন। আর সেই অধিবেশন চলাকালীন বিধানসভায় প্রতিবাদের সুর চড়াবে শাসকদল তৃণমূল। তৃণমূল সূত্রে খবর, বুধবার ধর্মতলায় অমিত শাহের সভা চলাকালীন বিধানসভায় কালো পোশাক পরে ধরনায় বসছে তৃণমূল। যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, এসব ছবি তোলার জন্য।বুধবার কালো পোশাক পরে বিধানসভায় আসবেন তৃণমূল বিধায়করা। তৃণমূল অমিত শাহের কলকাতায় আসার দিনটিকে ‘কালা দিবস’ হিসাবে আখ্যা দিতে চাইছে। সূত্রের খবর, সমস্ত দলীয় বিধায়কদের কালো পোশাক পরে আসার নির্দেশ দিয়েছে তৃণমূলের পরিষদীয় দল। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ মঙ্গলবার থেকে তিনদিন ধরে আম্বেদকর মূর্তির সামনে ধরনায় বসবে তৃণমূল। বিকাল ৩টে থেকে ৫টা অবধি তিনদিন তাঁরা। মূলত কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে এই কর্মসূচি নিয়েছে তৃণমূল।এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘ধর্মতলার সভার জন্য বিজেপি বিধায়করা বুধবার কেউ বিধানসভায় থাকবেন না। বিরোধীশূন্য থাকবে বিধানসভা। এটা একপ্রকার প্রতীকী যে তৃণমূল নিজেরাই নিজেদের কালো রঙ দেখাবে। কালো পোশাক পরে কাকে বিক্ষোভ দেখাবেন? কালো পোশাক পরে কি নিজেদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবেন?’