প্রসেনজিৎ ধর, কলকাতা :- রেশন দুর্নীতি মামলায় ইডির জালে জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর অনুপস্থিতিতে উত্তর ২৪ পরগনার সংগঠনের দিকে নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের। আট সদস্যের কোর কমিটি গঠন করলেন তিনি। ৩৩টি বিধানসভায় কোথায় কী সমস্যা আছে, তা খতিয়ে দেখবে এই কমিটি।বুধবার উত্তর ২৪ পরগনার জন্য সাত জনের একটি কমিটি তৈরি করেন মমতা। সাতজন সদস্য রয়েছেন ওই কমিটিতে। রয়েছেন, নারায়ণ গোস্বামী, তাপস রায়, হাজি নুরুল, রথীন ঘোষ, বিশ্বজিৎ দাস, বীনা মণ্ডল, পার্থ ভৌমিক। ৩৩টি বিধানসভায় কোথায় কী সমস্যা আছে তা খতিয়ে দেখবে এই কমিটি। জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের অনুপস্থিতিতে উত্তর ২৪ পরগনার এই দায়িত্ব বণ্টন করা হয়েছে।প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগেও জেলা থেকে সামনে এসেছিল কোন্দল। বিবাদ মিটিয়ে ফেলতে তড়িঘড়ি বৈঠকেও বসতে হয় উচ্চ-নেতৃত্বকে। ২৪-এ আবার লোকসভা ভোট। এর মধ্যে জেলে রয়েছেন জ্যোতিপ্রিয়। ফলে তাঁর অবর্তমানে আরও বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। এ দিন, মমতা বলেছেন, “একসঙ্গে মিলেমিশে কাজ করুন। পনেরো দিন অন্তর আলোচনা করুন।” এমনকী প্রত্যেককে দায়িত্ব নিয়ে কাজ করার বার্তাও দেন মুখ্যমন্ত্রী |এর আগে অনুব্রতর গ্রেপ্তারি পরবর্তী সময়ে বীরভূমেও কোর কমিটি গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।সামনেই লোকসভা নির্বাচন। তার আগে রেশন দুর্নীতি মামলায় ইডির জালে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে রথীন ঘোষ-সহ উত্তর ২৪ পরগনার একাধিক কাউন্সিলর। এই পরিবর্তিত পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার সংগঠন নিয়ে শাসক শিবির যথেষ্ট চিন্তিত বলেই মনে করা হচ্ছে। সেই কারণে কোর কমিটি গঠন বলেই দাবি ওয়াকিবহাল মহলের।