Breaking News

আরবিআই থেকে উধাও ৮০০ কোটি!কলকাতায় তল্লাশি অভিযান সিবিআই-এর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এক সরকারি ব্যাঙ্কে ১০০ কোটি টাকা প্রতারণা মামলার তদন্তে নেমে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। এই মামলায় তদন্তের স্বার্থে আজকে সকালে নিউটাউনের একাধিক জায়গায় অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জানা গিয়েছে, সোমবার সিবিআই কর্তারা এক ব্যাঙ্ককর্মীর বাড়িতে অভিযান চালায়। দত্তাবাদ রোডে সেই ব্যাঙ্ককর্মীর বাড়িতে অবশ্য ঠিক কী কারণে সিবিআই গিয়েছে, তা স্পষ্ট নয়। তবে সকাল দশটা নাগাদ সেখান থেকে সেই ব্যাঙ্ক কর্মীকে সঙ্গে করে নিয়ে সিবিআই আধিকারিকরা বেরিয়ে যান। পরে জানা যায় আটক করা হয় সেই ব্যাঙ্ককর্মীকে। অভিযুক্তর নাম সুপ্রিয় মল্লিক।
সোমবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে সিবিআইয়ের একাধিক দল মোট ২০ টি গাড়ি নিয়ে বেরয়। নিউটাউনের দুটি আবাসন, দত্তাবাদের বাড়িতে চলে অভিযান।নিটাউনে পৌঁছে তাঁরা বেশ কিছু স্থানে তল্লাশি চালান। দত্তাবাদ রোডে গিয়ে উল্লেখিত ব্যাঙ্ক কর্মীর বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। ব্যাঙ্ককর্মীর ফ্ল্যাটে গিয়ে সিবিআই কর্তারা বেশ কিছুক্ষণ জেরা করেন সেই ব্যাঙ্ককর্মীকে। এরপর তাঁকে নিয়ে বেরিয়ে যান সিবিআই কর্তারা। এদিকে সেই ব্যাঙ্ককর্মীকে কেন জেরা করা হয়েছে, এবং কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। সেই ব্যাঙ্ককর্মী এই মামলায় সাক্ষী নাকি অভিযুক্ত, তাই স্পষ্ট নয়। এই আবহে সেই ব্যাঙ্ককর্মীকে গ্রেফতার বা আটক করা হয়েছে কি না, তাও জানা যায়নি সিবিআই-এর তরফ থেকে।জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থেকে প্রায় ৮০০ কোটি টাকা উধাও হয়ে যায়। রাষ্ট্রায়ত্ত ইউকো ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারদের একাউন্টে এই টাকা জমা পড়েছিল যায়। এখনও পর্যন্ত ৬০০ কোটি টাকারও বেশি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। এদিকে সুপ্রিয় মল্লিককে নিয়ে ইউকো ব্যাঙ্কের ব্রাঞ্চে নিয়ে যাওয়ার পর বেশ কিছু নথি তারা খতিয়ে দেখছেন। এর পাশাপাশি নিউটাউনে দুই ব্যাংক কর্মীর বাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই হানা দিয়েছে। সেখানও তাঁরা জিজ্ঞাসাবাদ করেন ব্যাঙ্কের কর্মীদের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *