প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিধানসভার শীতকালীন অধিবেশন উত্তাপের মধ্যে দিয়েই চলছে। শাসক এবং বিরোধীপক্ষ একে অপরকে দিয়েছে ‘চোর’ স্লোগান। দু’পক্ষের হই–হট্টগোলে তপ্ত আজও বিধানসভার অধিবেশন। আজ, বৃহস্পতিবার নানা অছিলায় ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভায় আজ সব বিধায়কদের জন্য পেয়ারা নিয়ে এসেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর বিধানসভা এলাকা বারুইপুর থেকে ২৯৪ জন বিধায়কের জন্য পেয়ারা নিয়ে আসেন স্পিকার। কিন্তু তার পরও বিরোধীদের ‘পেয়ার’ মিলল না। পেয়ারাও ‘বয়কট’ করল বিজেপি।
আজ যখন বিধানসভার অধিবেশন কক্ষে তৃণমূল ও বিজেপি দু’পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা চলছিল, তখনই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সব বিধায়কের উদ্দেশে বলেন, ‘আপনারা সবাই পেয়ারা নিয়ে যাবেন।’ যদিও এরপর হই হট্টগোলের মধ্যেই বিজেপি বিধায়করা ওয়াক আউট করে যান। উল্লেখ্য, প্রতিবছর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তাঁর বিধানসভা এলাকা বারুইপুরে হওয়া পেয়ারা বিধায়কদের জন্য নিয়ে আসেন। আজও সেরকমই নিয়ে এসেছিলেন। বিধানসভার অধিবেশন থেকে বিজেপি ওয়াক আউট করে যাওয়ার পর, তিনি বিধানসভায় নিজের ঘরে ডেকেছিলেন বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে। বিজেপি বিধায়কদের জন্য পেয়ারা নিয়ে যেতে বলেন। তার প্রেক্ষিতে মনোজ টিগ্গা কারণ দেখিয়ে পেয়ারা প্রত্যাখ্যান করার কথা জানান। পেয়ারা ইস্যুতেও এবার ‘বয়কট’ বিজেপির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার ইস্যুতে নিজেদের অবস্থানে স্পষ্ট বিজেপি পরিষদীয় দলের। তিক্ততার আবহেই বারুইপুরের পেয়ারা বিতরণ করে সৌজন্যে বার্তা দিচ্ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে সাড়া দিল না বিজেপি শিবির।