Breaking News

বহু প্রভাবশালী যুক্ত, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে আদালতে দেবাঞ্জন!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কোভিডকালে যাদবপুরের তারকা সাংসদ মিমি চক্রবর্তীকে ভুয়ো ভ্যাকসিন দিয়েছিলেন দেবাঞ্জন দেব। সেই অভিযোগে তোলপাড়ও কম হয়নি। এবার সেই দেবাঞ্জনই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ। প্রাণনাশের আশঙ্কায় নিরাপত্তার দাবি জানালেন আদালতে।কেন্দ্রীয় নিরাপত্তা এবং মামলা সিবিআইকে হস্তান্তরের দাবি জানিয়ে বৃহস্পতিবার হাই কোর্টের দ্বারস্থ হন দেবাঞ্জন দেব। মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি জয় সেনগুপ্ত। মামলাকারীর আইনজীবীর দাবি, ভ্যাকসিন কাণ্ডে আরও অনেক প্রভাবশালী জড়িত। কলকাতা পুলিশ ওই ‘মাথা’দের আড়াল করার চেষ্টায় ব্যস্ত। তাই তাঁকে খুন করা হতে পারে বলেই আশঙ্কা দেবাঞ্জন দেবের। তাঁর নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও জানিয়েছেন তিনি। এছাড়া এই ঘটনার তদন্তভার সিবিআইকে হস্তান্তরের আবেদনও জানিয়েছেন দেবাঞ্জন। আগামী ১৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা।ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ২০২১ সালের ২৪ জুন দেবাঞ্জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। দক্ষিণ কলকাতার কসবায় নিজেকে কলকাতা পুরসভার ডেপুটি কমিশনার পরিচয় দিয়ে টিকাকরণের ক্যাম্প চালাচ্ছিলেন তিনি। তখন করোনা ভ্যাকসিনের চাহিদা ছিল তুঙ্গে। দেবাঞ্জনের বিরুদ্ধে ১১টি ধারায় মামলা করে কলকাতা পুলিশ। গত ১৯ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন পান দেবাঞ্জন। তার পরই আদালতে ওই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *