প্রসেনজিৎ ধর, কলকাতা :-ফের শহরে হানা আয়কর দফতরের। এবারে আর্থিক কারচুপির অভিযোগ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। সোমবার সকাল থেকে তাঁর ঢাকুরিয়ার আবাসনে অভিযান চালান আয়কর দফতরের আধিকারিকরা। সূত্রের খবর, বাড়িতেই রয়েছেন উৎপলবাবু। তাঁকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁর ব্যবসা সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র এবং ব্যাঙ্কের সমস্ত নথি খতিয়ে দেখেন আধিকারিকরা।জানা গিয়েছে,এদিন সকাল সাড়ে ৬টার কিছু পরে আয়কর দফতরের আধিকারিকরা উৎপল গঙ্গোপাধ্যায়ের ঢাকুরিয়ার বাড়িতে ঢোকেন। উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। প্রত্যেকটি ক্ষেত্রেও ফরেন লিকার অর্থাৎ বিদেশ মদ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে লেনদেনের বিষয়ে বেনিয়মের অভিযোগেই এই তল্লাশি চলে |
উৎপল গঙ্গোপাধ্যায়ের বাড়িতেই সেই সূত্রেই তল্লাশি বলে জানা যাচ্ছে। তবে তাঁর সঙ্গে ওড়িশার কংগ্রেস সাংসদের বাড়িতে টাকা উদ্ধার ও মদ প্রস্তুতকারী সংস্থার বেনিয়ম মামলার কোনও যোগ রয়েছে কিনা, সে বিষয়ে এখনও স্পষ্ট করে জানাননি আয়কর আধিকারিকরা।উৎপল গঙ্গোপাধ্যায় ১২ বছর আইএফএ-র সচিব ছিলেন। ২০১৯ সালের মে মাসে তিনি এই পদ থেকে ইস্তফা দেন। ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন থেকে বেরিয়ে শিল্পজগতে যুক্ত হন উৎপল গঙ্গোপাধ্যায়।
Hindustan TV Bangla Bengali News Portal