প্রসেনজিৎ ধর, কলকাতা :- আসন্ন লোকসভা নির্বাচনে মহিলা সংরক্ষণ বিলের নিয়ম মেনেই এগোতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেক্ষেত্রে ৩৩ শতাংশ মহিলা প্রার্থী দিতে চাইছেন মোদী-নাড্ডা-শাহরা। সূত্রের খবর, সব রাজ্যেই এই মর্মে কেন্দ্রীয় বিজেপির তরফে নির্দেশিকাও পাঠানো হচ্ছে। সব রাজ্যে যদি এই সংরক্ষণের নিয়ম মানা হয়, তাহলে পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৪টি আসনে মহিলা প্রার্থী দিতে হবে পদ্ম শিবিরকে।সম্ভাব্য মহিলা প্রার্থী হিসেবে দুই সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও দেবশ্রী চৌধুরি ছাড়াও দলের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, মাফুজা খাতুন ও ভারতী ঘোষের নাম রয়েছে। এছাড়াও, দলের বিধায়ক অগ্নিমিত্রা পলের নাম যেমন রয়েছে, পাশাপাশি অভিনেত্রী অঞ্জনা বসুকেও সম্ভাব্য প্রার্থী তালিকায় রাখা হয়েছে বলে গেরুয়া শিবির সূত্রে খবর। তবে কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ চাইছে রাজ্যসভার প্রাক্তন সাংসদ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে ফের প্রার্থী করতে। প্রার্থী হওয়ার প্রস্তাব রূপার কাছে দেওয়া হতে পারে বলে খবর। কিন্তু রূপা গঙ্গোপাধ্যায় কতটা রাজী হবেন প্রার্থী হতে তা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে। রাজ্যসভার সদস্যপদের মেয়াদ শেষ হওয়ার পর বঙ্গ বিজেপির সঙ্গে সেরকম সক্রিয় যোগাযোগ নেই প্রাক্তন সাংসদের। ফলে তাঁকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি কতটা রাজি হবেন তা নিয়ে সন্দেহ রয়েছে পদ্ম শিবিরেই।সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের থেকেও বাংলার মহিলা মোর্চাকে বার্তা দেওয়া হয়েছে মাঠে-ময়দানে আন্দোলনে নামার জন্য। জেলায়-জেলায়, গ্রামে-গ্রামে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।