দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ বদলের যে আর্জি করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের স্পষ্ট বক্তব্য, এ বিষয়ে কোনও অভিযোগ থাকলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে হবে। প্রসঙ্গত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোন পথে তদন্ত করবে হবে, সে বিষয়ে বিচারপতির হস্তক্ষেপ এবং পর্যবেক্ষণের বিভিন্ন অংশ তুলে ধরে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের পর্যবেক্ষণ নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের কিছু পর্যবেক্ষণের বিরুদ্ধে আপত্তি জানিয়ে অভিষেক শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন।পাশাপাশি হাই কোর্টের বিচারপতির বেঞ্চ বদলের জন্যেও আবেদন জানিয়েছিলেন অভিষেক। সেই সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলার খবর প্রকাশের উপরে বিধিনিষেধ জারি করার আবেদন জানিয়েছিলেন শীর্ষ আদালতে। কিন্তু বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ সেই আবেদন খারিজ করে বলেছে, ‘‘আদালতের পর্যবেক্ষণের উপর আমরা হস্তক্ষেপ করি না।’’
Hindustan TV Bangla Bengali News Portal