দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মাঝেরহাট ব্রিজের ওপর রাবিস বোঝাই লরি হাতেনাতে ধরলেন খোদ মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। অবৈধভাবে পুকুর ভরাট করার জন্য লরিটি রাবিস নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। জোকায় ১৬ নম্বর বরোয় বৈঠক করতে যাওয়ার পথেই বিষয়টি দেখতে পান মেয়র ফিরহাদ হাকিম। তিনি লরিটিকে হাতেনাতে ধরেন। পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষোভ উগরে দিলেন। কর্তব্যরত এক পুলিশ কর্মীকেই প্রশ্ন করেন, “কীভাবে পুলিশের নজর এড়িয়ে গেল এই লরি?” তাঁর বক্তব্য, যেখানে তিনি নিজেই খালি চোখে দেখে বুঝতে পারছেন, এই মাটি অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে পুলিশ বুঝল না?মেয়র বললেন, “মাঝেরহাট ব্রিজের ওপর আমি একটা লরি দেখলাম। আটকালাম। রাবিশ নিয়ে যাচ্ছিল। সাউথের দিকে ঢুকছিল লরিটি। তারপর আরও চার-পাঁচটা গাড়ি দেখলাম সাউথের দিকেই যাচ্ছে। নম্বরগুলো লিখে রেখেছি। এই তথ্যগুলো আমার কাছে আছে, পুলিশ কমিশনারকে দেব।” এরপর পুলিশ কমিশনার বিনীতকুমার গোয়েলকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। নিজেই দাঁড়িয়ে ট্রাফিক পুলিশকে ব্যাবস্থা গ্রহণ করার নির্দেশ দেন মেয়র। এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে |
Hindustan TV Bangla Bengali News Portal