Breaking News

আদালতের আদেশ না মানার অভিযোগ, মুখ্যসচিবের কাছে হলফনামা চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ফের একবার আদালত অবমাননার অভিযোগের মুখে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আলিপুরদুয়ার মহিলা সমবায় দুর্নীতির তদন্তে কলকাতা হাইকোর্টের নির্দেশ না মানায় সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে তাঁকে। আদালতের নির্দেশ মানার কোনও সদিচ্ছা সরকারের রয়েছে কি না তা মঙ্গলবারের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।এই মামলার শুনানিতে সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, মঙ্গলবার বিকেল ৩টের মধ্যে বিষয়টি হলফনামা দিয়ে জানাতে হবে। মামলাকারীর আইনজীবীকে ১ ঘণ্টার মধ্যে হাই কোর্টের নির্দেশ রাজ্যের জিপি-কে দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি।আলিপুরদুয়ার মহিলা সমবায় দুর্নীতিতে আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৩ বছর ধরে তদন্ত করেও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি সিআইডি। মামলার তদন্তভার হাতে নেওয়ার মাস খানেকেরও বেশি সময় সিবিআই আদালতকে জানায় তদন্তে কোনও প্রকার সহযোগিতা করছে না সিআইডি। এমনকী নথিও হস্তান্তর করা হয়নি। একথা শুনে ক্ষুব্ধ বিচারপতি রাজ্যের ১০ জন পুলিশ আধিকারিককে ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দেন। আদালতে সিবিআই জানিয়েছিল, মামলার চাপে এই দুর্নীতির তদন্তকরা তাদের পক্ষে একটু মুশকিলের। সেকথা শুনে মুখ্য সচিবকে সিবিআই আধিকারিকদের যাতায়াত ও থাকার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছিল আদালত।গত ৭ ডিসেম্বর আদালতে সিবিআই জানায়, আদালতের নির্দেশ মেনে তাদের থাকার কোনও ব্যবস্থাই করেনি রাজ্য প্রশাসন। একথা শুনে ক্ষুব্ধ বিচারপতি সোমবার বলেন, আদালতের নির্দেশ মানার কোনও সদিচ্ছা রাজ্য সরকারের রয়েছে কি না তা ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হলফনামা দিয়ে জানাতে হবে মুখ্য সচিবকে। মঙ্গলবার বিকেল ৩টের মধ্যে হলফনামা জমা দিতে হবে তাঁকে। আইনজ্ঞদের মতে, হলফনামায় মুখ্য সচিবের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হলে আদালত অবমাননার রুল জারি হতে পারে মুখ্যসচিবের বিরুদ্ধে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *