প্রসেনজিৎ ধর, কলকাতা :- খাস কলকাতায় পুলিশকর্মীর রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পর্ণশ্রীতে। কিন্তু কী কারণে এই চরম সিদ্ধান্ত? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।স্ত্রী থাকেন অন্যত্র। বয়সের সঙ্গে ক্রমশ বাড়ছিল অসুস্থতা। বাড়ছিল দেনাও। তার জেরেই কি আত্মঘাতী হলেন কলকাতা পুলিশের কন্সটেবল পুলক দত্ত (৫২)? মঙ্গলবার সকালে ভাড়াবাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধারের পর উঠছে প্রশ্ন। এদিন সকালে হরিদেবপুরের সৃজনী এলাকা থেকে উদ্ধার হয় পর্ণশ্রী থানার কন্সটেবল পুলকবাবুর দেহ। প্রতিবেশীরা জানাচ্ছেন, সকালে সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা প্রতিবেশীরা তাঁর স্ত্রীকে খবর দেন। স্ত্রী খবর দেন থানায়। পুলিশকর্মীরা এসে তাঁকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্ত্রীর সঙ্গে থাকতেন না পুলকবাবু। প্রায় ১ বছর ধরে একাই ঘর ভাড়া করে থাকতেন তিনি। স্থানীয়রা জানাচ্ছেন, সম্প্রতি নানা শারীরিক অসুস্থতা দেখা দিয়েছিল তাঁর। সঙ্গে বাজার থেকে বেশ কিছু ঋণ করেছিলেন। তার জেরেই আত্মহত্যা কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ঘটনার তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ।খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় বিশাল বাহিনী। দরজা ভাঙতেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হন পুলিশ কর্মী। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে পুলিশ। কিন্তু কী কারণে ওই পুলিশ কর্মী আত্মঘাতী হলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। চাকরি বা পারিবারিক জীবনে কোনও সমস্যা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।