নিজস্ব সংবাদদাতা :- নৈহাটি বিস্ফোরণের জেরে রাজ্যের ৩ অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করল এনআইএ | উল্লেখ্য ২০২০ সালের ৩ জানুয়ারি নৈহাটি বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয় | এনআইএ-র ডিজি ওয়াইসি মোদী এই সুপারিশ পত্র পাঠিয়েছেন রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিকে | নৈহাটি বিস্ফোরণের প্রেক্ষিতে রাজ্য প্রশাসনের তিন অফিসারের বিরুদ্ধে এবার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করল এনআইএ | কর্তব্য গাফিলতির অভিযোগে চৈতালী চক্রবর্তী, মনোজ ভার্মা ও জেলা শিল্প অধিকর্তা প্রণব নস্করের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ এনআইএ-এর | সম্প্রতি দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে বলে জানা গেছে | এনআইএ-র ডিজি ওয়াইসি মোদীর রাজ্যের মুখ্যসচিব ও ডিজি-কে চিঠিতে স্পষ্ট উল্লেখ করেছেন, বেআইনি কারখানা গুলো যাঁরা চালায় তাঁদের সঙ্গে যোগ সূত্র রয়েছে জেলা প্রসাশন ও জেলা পুলিশের | প্রসঙ্গত, ৩ জানুয়ারি তীব্র বিস্ফোরণে কেঁপে উঠেছিল নৈহাটি | বিস্ফোরণের তীব্রতার কম্পন পৌঁছে গিয়েছিল গঙ্গার ওপাড়ে হুগলির চুঁচুড়াতেও | সেখানে বাড়ির কাচ ভেঙেছে বলে জানা গিয়েছিল | বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছিল বেশ কয়েকটি বাড়িও | এনআইএ-র ডিজি ওয়াইসি চিঠিতে এত বড় অভিযোগের ভিত্তিতে এই মুহূর্তে রাজ্য কী ব্যবস্থা নেবে এখন সেটাই দেখবার বিষয় | ভোটের দামামা বেজে গিয়েছে | এই মুহূর্তে বিরোধীরা যে এই সুপারিশপত্রকে কাজে লাগাতে পারে তার সম্ভাবনা প্রবল |