Breaking News

‘দুর্নীতিতে নাম জড়ানোদের আশ্রয়স্থল এসএসকেএম’!হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ,রেফার রোগ এসব নতুন কিছু নয়। রোগীর পরিবারের বহু লোকজনই এমন নানা অভিযোগ করেন। কিন্তু এবার এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। “দুর্নীতিগ্রস্তদের আশ্রয় দিচ্ছে এসএসকেএম ”, এই অভিযোগে হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। হাইকোর্টের আইনজীবী রমাপ্রসাদ সরকার এই মামলা দায়ের করেন। তাঁর দাবি, বৃহত্তর স্বার্থে তিনি এই মামলা করেছেন। মামলাকারীর দাবি, সাধারণ মানুষ বেড পাচ্ছেন না। হলফনামায় তাঁর দাবি, ‘‘চিকিৎসার প্রয়োজন নেই অথচ, ওই হাসপাতালে প্রভাবশালীরা বেড (শয্যা) দখল করে রেখেছেন। সেখানে তাঁদের ভণ্ড চিকিৎসা চলছে। অসুস্থ সাধারণ মানুষ বেড পাচ্ছেন না। আশঙ্কাজনক রোগীরাও উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না।’’ মামলাকারীর আবেদন, ওই হাসপাতালে চিকিৎসাধীন ‘অভিযুক্তদের’ সমস্ত মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আনা হোক। তা যাচাই করা হোক কেন্দ্রীয় সরকারের কোনও হাসপাতালকে দিয়ে। ওই হাসপাতালে ভর্তি থাকা অভিযুক্তদের কেস রেকর্ড যাতে আদালতে জমা করা হয়, তা নিয়ে সিবিআই এবং ইডিকে নির্দেশ দিক হাই কোর্ট। মামলাকারী দাবি করেছেন, বৃহত্তর জনস্বার্থে এই মামলা করেছেন তিনি। সেই সঙ্গে তিনি এ-ও জানান, তিনি এবং তাঁর মতো বেশির ভাগ মানুষ চান, এসএসকেএম হাসপাতালে সকলের জন্য সমান চিকিৎসা হোক। প্রভাবশালীদের অতিরিক্ত গুরুত্ব যেন না দেওয়া হয়।সংশ্লিষ্ট মামলাটি আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, মঙ্গলবারই নিয়োগ মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফ ‘কালীঘাটের কাকু’র অন্তর্বর্তী জামিন মামলায় এসএসকেএম হাসপাতালের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ইডি। তারা দাবি করেছে, চিকিৎসার প্রয়োজন না পড়লেও সুজয়কৃষ্ণকে হাসপাতালে রেখে দেওয়া হচ্ছে। কিন্তু সুজয়কৃষ্ণের সামান্য মানসিক চাপ ছাড়া আর কোনও সমস্যা নেই। ইডির আইনজীবীর কথায়, ‘‘সেখানে তিনি আরামে রয়েছেন। ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, গল্প করছেন। বাইরের ভাল খাবার খাচ্ছেন।’’ ওই মামলাতেও অভিযুক্তের মেডিক্যাল রিপোর্ট তলব করেছে হাইকোর্ট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *