প্রসেনজিৎ ধর, কলকাতা :- মারাত্মক অভিযোগ উঠল বাংলার সিআইডি’র বিরুদ্ধে। আর এই অভিযোগ তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী তথা আইনজীবী প্রতাপচন্দ্র দে। সম্প্রতি একটি মামলায় তাঁকে সিআইডি তলব করেছিল। যে মামলার সাক্ষী হিসাবে ডাকা হয়েছিল প্রতাপচন্দ্র দে–কে। কিন্তু সিআইডি সেই জিজ্ঞাসাবাদে শুধুই তাঁর বিচারপতি স্ত্রীর নামে বয়ান লেখানোর জন্য চাপ দিয়েছে বলে অভিযোগ করলেন প্রতাপচন্দ্র দে। তাঁর স্ত্রী বিচারপতি অমৃতা সিনহা নিয়োগ দুর্নীতি–সহ নানা গুরুত্বপূর্ণ মামলা নিয়ে কাজ করছেন।কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দেকে আগামী বৃহস্পতিবার তলব করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। চলতি মাসে এই নিয়ে তৃতীয়বারের জন্য ডাকা হল তাঁকে। তার আগে সোমবার তাঁকে মোবাইলের লক খুলে তা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও সেই নির্দেশ পালন করেননি প্রতাপচন্দ্র। এর মধ্যেই বিস্ফোরক অভিযোগ করলেন বিচারপতি সিনহার স্বামী। তাঁর অভিযোগ, টাকা-বাড়ি-গাড়ির লোভ দেখিয়ে স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা বয়ান দেওয়ার জন্য মানসিক চাপ দেওয়া হচ্ছে তাঁকে। বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে পেশায় একজন আইনজীবী। তাঁর বিরুদ্ধে এক বৃদ্ধা সম্পত্তি বিবাদ সংক্রান্ত একটি মামলায় প্রভাব খাটানোর অভিযোগ তুলেছেন। বৃদ্ধার অভিযোগ, তাঁর পারিবারিক সম্পত্তি সংক্রান্ত একটি মামলায় বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন প্রতাপচন্দ্র দে। যেখানে অন্যায়ভাবে তাঁকে সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং উচ্ছেদ করার অভিযোগ নিয়ে মামলা করেছিলেন তিনি, সেই মামলাতেই তদন্তকারীদের উপর প্রভাব খাটানোর অভিযোগ করেছিলেন বিচারপতি সিনহার স্বামীর বিরুদ্ধে।