দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- হাতে আর কটা দিন । গোটা রাজ্য মেতে উঠবে বড়দিনের উৎসবে। কিন্তু তার আগেই রাতের কলকাতায় একের পর এক পথ দুর্ঘটনা ঘটে গেল। আর এই পথ দুর্ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে চারটি পৃথক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যুতে প্রশ্ন উঠেছে পুলিশের নজরদারি নিয়ে।লালবাজার সূত্রের খবর, মঙ্গলবার রাত ৩টে নাগাদ দক্ষিণ বন্দর থানা এলাকার প্রিন্সেপ ঘাটের কাছে একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে বাতিস্তম্ভে ধাক্কা মারলে মৃত্যু হয় এক তরুণী ও এক যুবকের। মৃত তরুণীর নাম মেরি মার্গারেট (২৪) এবং যুবকের নাম মহম্মদ ইসলাম (২৩)। জানা গিয়েছে,বন্ধুদের সঙ্গে প্রমোদভ্রমণে বেরিয়েছিলেন ওই যুবক। পিছনে তরুণী ছাড়াও আরও এক যুবক ছিলেন। প্রিন্সেপ ঘাট গেটের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাতিস্তম্ভে ধাক্কা মেরে উল্টে যায়। ট্র্যাফিক পুলিশকর্মীরা জখম তিন জনকে উদ্ধার করে এসএসকেএমে নিয়ে গেলে বাইকচালক ও তরুণীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। কারও মাথাতেই হেলমেট ছিল না বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে,কাজ থেকে ফেরার পথে ওই রাতে গরফা থানার কালিকাপুর বাজারের কাছে মৃত্যু হয় বাইকচালক এক যুবকের। বিশাল সর্দার (২৩) নামে ওই যুবক কসবার রাজডাঙার বাসিন্দা ছিলেন। পুলিশ জানিয়েছে, বিনা হেলমেটে বাইক চালিয়ে কালিকাপুর ক্যানাল সাউথ রোড ধরে আসার সময়ে দুর্ঘটনায় পড়েন তিনি। বিশালকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।ওই রাতেই সাড়ে ১১টা নাগাদ পশ্চিম বন্দর থানার সি জি আর রোডে একটি স্কুটার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে পিছনে থাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় স্কুটারচালকের। মৃতের নাম মেহেতাব হোসেন (২৭)। দুর্ঘটনার পরেই ঘটনাস্থল থেকে লরি নিয়ে পালান চালক। পুলিশ জানায়, ওই রাতে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার বাসন্তী হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাতিস্তম্ভে ধাক্কা মারে আরও একটি মোটরবাইক। সেই ঘটনায় মৃত্যু হয় মোটরবাইকের আরোহীর। মৃতের নাম দীপায়ন মণ্ডল (৫৫)।এক দিনে এতগুলি দুর্ঘটনায় উদ্বিগ্ন লালবাজারের শীর্ষ কর্তারা। যদিও প্রতিবারই বর্ষশেষের উৎসবে শহরে বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য বাড়ে। এর জেরে দুর্ঘটনাও ঘটে।