Breaking News

বামেদের বনধ উপেক্ষার শাস্তি, যাদবপুরে উপাচার্য, সহ-উপাচার্যর ঘর তালাবন্দি করে রাখলো এসএফআই,পরে তালা কেটে উদ্ধার তৃণমূলের

দেবরীনা মণ্ডল সাহা :- নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে আজ ১২ ঘণ্টার বনধ চলে বাম ছাত্র ও যুবদের | বনধে কেন খোলা হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন,এই প্রশ্ন তুলে এদিন তালা ঝোলাল এসএফআই এর সদস্য | বনধ উপেক্ষা করেই এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক অফিস অরবিন্দ ভবনে স্বাভাবিক কাজকর্ম চলছিল | অরবিন্দ ভবনের কাজকর্ম সচল দেখে তিনটি দরজায় তালা ঝুলিয়ে দেন তাঁরাই| এরই সঙ্গে এসএফআই কর্মীরা হুঁশিয়ারি দেন,বনধ উপেক্ষা করে এসেছেন সন্ধে ৬টা পর্যন্ত ভিতরে থাকুন | তখন ভিতরে রয়েছেন উপাচার্য, সহ-উপাচার্য, কর্মী,পড়ুয়ারাও| ফলে ভিতরে আটকে পড়েন তাঁরা | তবে বেশিক্ষণ আটকে থাকতে হয়নি | তাঁদের উদ্ধারে করাত দিয়ে তালা কাটেন তৃণমূলের শিক্ষাকর্মী সমিতির সদস্যরা | তাঁরা জানান,’এভাবে তালা ঝোলানো অনৈতিক| আবার আসলে রুখে দাঁড়াব |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *