Breaking News

ইডি দফতরে জাদুকর! চিটফান্ড মামলাতেই সিজিও কমপ্লেক্সে হাজির জুনিয়র পিসি সরকারের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ম্যাজিশিয়ান পি সি সরকারকে তলব করল কেন্দ্রীয় সংস্থা ইডি। ইডি দফতরে হাজিরা দেওয়ার নোটিস দেওয়া হয়েছিল তাঁকে। সেই মতো শুক্রবার সকালেই সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন তাঁর মেয়ে। একটি চিটফান্ড সংক্রান্ত মামলায় তাঁকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। টাওয়ার গ্রুপ সংক্রান্ত মামলায় আগেই নাম জড়িয়েছিল তাঁর। এর আগে এই মামলাতেই সিবিআই তল্লাশি চালায় পি সি সরকারের বাড়িতে। এবার কেন্দ্রীয় সংস্থার দফতরে তলব করা হয়েছে তাঁকে।

ইডি সূত্রের খবর, তাঁর বয়ান রেকর্ড করা হবে। চিটফান্ড-কাণ্ডে ২০২১ সালে পিসি সরকারের বাড়িতে তল্লাশিও চালিয়েছিল সিবিআই। সেই সময় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছিল, একটি রেস্তরাঁ নিয়ে ওই চিটফান্ড সংস্থার সঙ্গে জাদুকরের ব্যবসায়িক চুক্তি হয়েছিল। সেই সময় তিনি আমানতকারীদের প্রাপ্য টাকা না দেওয়ায় অভিযুক্ত ওই সংস্থার কাছ থেকে টাকা নিয়েছিলেন বলেও জানা যায় সিবিআই সূত্রে। চুক্তির বাইরে অন্য কোনও ভাবে টাকা লেনদেন হয়েছিল কি না, তা জানতেই তদন্ত করেন সিবিআই আধিকারিকেরা।এদিকে ২০১৪ সালে বিজেপির প্রার্থী হিসাবে লোকসভা নির্বাচনে লড়েছিলেন জাদুকর পিসি সরকার। সেই সময় গেরুয়া শিবিরের পক্ষ নিয়ে তিনি নানা কথা বলতেন। দাপিয়ে প্রচারও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ভোটের ময়দানে পিছিয়ে পড়েন তিনি। এরপর তাঁকে বিশেষ আর রাজনীতির মাঠে দেখা যায়নি। তিনি তাঁর নিজের জগৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।তবে এবার সেই পিসি সরকারকেই তলব করল ইডি। তবে ম্যাজিসিয়ান পিসি সরকারকে তলব করার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, জাদুকরের বয়ান রেকর্ড করা হতে পারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *