দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- নিয়োগ নিয়ে চাকরি প্রার্থীদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক হল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। কবে নিয়োগ হবে, তা জানতে চেয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠকের পর তারিখের আশ্বাস পেলেন তাঁরা। ১ ফেব্রুয়ারিই ডেডলাইন। তার আগেই নিয়োগ সংক্রান্ত জট কাটবে বলে শিক্ষামন্ত্রী, এসএসসি-র চেয়ারম্যান ও প্রিন্সিপ্যাল সেক্রেটারির সঙ্গে আলোচনা হয় এদিন।এদিন শিক্ষামন্ত্রী ও কুণাল ঘোষের সঙ্গে SLST চাকরিপ্রার্থীদের প্রায় দেড় ঘণ্টা বৈঠক চলে। তা শেষ হওয়ার পর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা। বৈঠক যে ফলপ্রসূ হয়েছে, তা স্পষ্ট হয় তাঁদের শরীরী ভাষায়। চাকরিপ্রার্থী রাসমনি পাত্র, শহিদুল্লারা জানান, আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ জট কাটানোর ডেডলাইন ঠিক করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই কাজে তৎপর প্রশাসন।