Breaking News

মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ!পুলিশের সঙ্গে চলল ধস্তাধস্তি,টেনে-হিঁচড়ে সরাল পুলিশ

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- হাজরায় চলছিল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের কর্মসূচি। আচমকাই চাকরির দাবিতে আন্দোলন পৌঁছে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরে। শুরু হয় বিক্ষোভ-আন্দোলন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এদিন আচমকাই আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছে গেলে হতচকিত হয়ে পড়ে পুলিশ। ঘটনাস্থলে চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। রণক্ষেত্রের চেহারা নেয় কালীঘাট চত্বর। শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন প্রার্থীরা। তাঁদের টেনে হিঁচড়ে, কার্যত চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানে।আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ আজ ৫৫৫ দিনে পড়ল। ইন্টারভিউতে পাশ করা সত্ত্বেও নিয়োগ না হওয়ায় তাঁরা এদিন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি, দ্রুত ও স্বচ্ছ নিয়োগ করা হয় অবিলম্বে তাদের চাকরি দেওয়া হোক স্বচ্ছতার সঙ্গে। মেধাতালিকার উপর ভিত্তি করে দ্রুত নিয়োগ হোক।আন্দোলনকারীদের প্রশ্ন, সরকার ধাপে ধাপে সরকারি কর্মীদের মহার্ঘভাতা বাড়াচ্ছে, বিধায়কদের বেতন বাড়াচ্ছে, কিন্তু নিয়োগ কেন হচ্ছে না? তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা দাবি তুলেছেন, স্বচ্ছ নিয়োগ হোক। তাঁদের যেন আর রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করতে না হয়। এদিন চাকরিপ্রার্থীদের হাতে ছিল মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের পোস্টার। পুলিশ তাঁদের বাধা দিলে, কেউ কেউ রাস্তায় শুয়ে পড়ে তার প্রতিবাদ করেন। প্রতিবাদীদের মধ্যে বেশিরভাগই মহিলা। পুলিশের লাঠিচার্জে জখম হয়েছেন বেশ কয়েকজন। মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *