Breaking News

বিজেপি বিধায়কদের বিরুদ্ধে এখনই পদক্ষেপ নয়,জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- জাতীয় সঙ্গীত অবমাননার দ্বিতীয় মামলায় অভিযুক্ত বিজেপি বিধায়কদের বিরুদ্ধে এখনই কোনওরকম পদক্ষেপ নয়। শুক্রবার এ কথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর একক বেঞ্চ। আদালত জানিয়ে দিয়েছে, দ্বিতীয় মামলায় এখনই কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বছর শেষের ছুটির মধ্যে ওই বিজেপি বিধায়কদের ওই মামলায় কোনও নোটিস পাঠিয়ে ডাকতে পারবেন না তদন্তকারী অফিসাররা। জানিয়ে দিল হাইকোর্ট। এই একই ইস্যুতে দায়ের করা অন্য মামলাটির পাশাপাশি এই মামলাটিও একইসঙ্গে শুনবেন বিচারপতি জয় সেনগুপ্ত।জাতীয় সঙ্গীত অবমাননা সংক্রান্ত দ্বিতীয় মামলাটিতে শুক্রবার তদন্ত স্থগিত করার দাবি জানিয়ে আদালতে আর্জি জানান মামলাকারীদের আইনজীবী। অন্যদিকে, রাজ্যের তরফে আইনজীবীর বক্তব্য ছিল, এই একই ইস্যুতে আগের মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়েছে। সেই মামলার শুনানি এখনও হয়নি। তাই এই দ্বিতীয় মামলাটি আপাতত না শোনার আবেদন করে রাজ্য। যদিও দু’পক্ষের সওয়ালের পর আদালত জানিয়ে দেয়,

ঘটনাটিতে তদন্ত চললেও এখনই বিধায়কদের বিরুদ্ধে পদক্ষেপ করা যাবে না এবং তাঁদের নোটিস দিয়ে ডাকতে পারবে না পুলিশ।ঘটনার সূত্রপাত ২৯ নভেম্বর। সেদিন বিজেপি বিধায়করা বিধানসভায় বিক্ষোভ দেখাচ্ছিলেন। এমনকী জাতীয় সঙ্গীত শুরু হলেও তাঁরা বিক্ষোভ থামাননি বলে অভিযোগ তোলে তৃণমূল। মামলা গড়ায় হাইকোর্টে। সেই সময় অপর মামলাটিতে ১০ বিধায়ককে রক্ষাকবচ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। তদন্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশেরও নির্দেশ দিয়েছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *