দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্য বিজেপির নতুন ঘোষণা। প্রথমবার সাংগঠনিক দায়িত্ব পেলেন অভিনেতা তথা খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তাঁকে বিজেপির যুব সংগঠন যুব মোর্চার ইনচার্জ করা হয়েছে। যুব মোর্চায় আগে এই ধরনের কোনও পদের কোনও অস্তিত্ব ছিল না। কিন্তু ‘বিশেষ’ প্রয়োজনের কথা মাথায় রেখে অভিনেতা হিরণকে এই পদে আনা হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। এছাড়া আরও একাধিক সাংগঠনিক বদল করা হয়েছে বঙ্গ বিজেপির স্তরবিন্যাসে।এতদিন বিজেপির যুব মোর্চায় ছিল শুধুমাত্র সভাপতি পদ। সেই পদে রয়েছেন ইন্দ্রনীল খাঁ। এবার অভিনেতা হিসেবে পরিচিত হিরণকে করা হল ইনচার্জ। লোকসভা নির্বাচনের আগে এই নতুন দায়িত্ব রাজনৈতিকভাবে অনেক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, শাসক দল তৃণমূলের যুব সংগঠনের দায়িত্বে রয়েছেন সায়নী ঘোষ, যাঁর অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা রয়েছে। হিরণকে সামনে রাখলে যুব সংগঠন অনেক বেশি পোক্ত হবে বলে মনে করছে পদ্ম শিবির। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন হিরণ। এরপর তাঁকে খড়্গপুর সদর কেন্দ্রে টিকিট দেয় বিজেপি। খড়্গপুর লোকসভা কেন্দ্রের মধ্যে একমাত্র তিনিই জয়ী হন। যুব মোর্চার সভাপতি ছিলেন ইন্দ্রনীল খাঁ। কসবা বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়াই করেন। ওয়াকিবহাল মহলের মতে, ইন্দ্রনীল খাঁ সেভাবে পরিচিত মুখ নন। তাঁর চেয়ে একজন অভিনেতা এবং বিজেপি বিধায়ক হিসাবে যথেষ্ট পরিচিতি রয়েছে হিরণের। সে কারণেই হয়তো হিরণকে যুব মোর্চার মুখ হিসাবে বেছে নেওয়া হতে পারে। আবার রাজনৈতিক মহলের একাংশের মতে, যুব তৃণমূলের মুখ সায়নী ঘোষ, তিনি অভিনেত্রী। তাই তাঁর পালটা হিসাবে যুব মোর্চার ইনচার্জ হিসাবে দায়িত্ব পেয়েছেন অভিনেতা-বিধায়ক হিরণ।