প্রসেনজিৎ ধর,কলকাতা :- ডেঙ্গিতে ফের প্রাণহানি খাস কলকাতায়। বর্ষশেষে করোনার মতোই আবারও উদ্বেগ বাড়াল ডেঙ্গি। এবার মৃত্যু হল এক নার্সিং ছাত্রীর। মৃত ছাত্রীর নাম ফারহানা বেগম। ২১ বছরের তরুণী আলিয়া বিশ্ববিদ্যালয়ে বিএসসি নার্সিং পড়তেন। তৃতীয় বর্ষের এই ছাত্রী আদতে মালদহের বাসিন্দা। পড়াশোনার কারণে পার্ক সার্কাস এলাকায় থাকতেন।মৃত ছাত্রীর সহপাঠীদের সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। জ্বর সহ একাধিক উপসর্গ ছিল। কলকাতা ন্যাশানাল মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছিল তাঁকে। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। অবশেষে শুক্রবার মধ্যরাতে হাসপাতালে মৃত্যু হয় তরুণীর।আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া ইরফান সাদিক জানিয়েছেন, দিন কয়েক আগে জ্বর নিয়ে তরুণীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাঁর ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সেই অনুযায়ী চিকিৎসা চলছিল। কিন্তু ক্রমেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তরুণীকে রাখা হয়েছিল ইনটেনসিভ থেরাপি ইউনিট বা আইটিইউ-তে। তবে শেষরক্ষা হয়নি।আলিয়া বিশ্ববিদ্যালয়ে বিএসসি নার্সিং পড়তেন তরুণী। তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। ডেঙ্গির প্রভাবে শেষ দিকে তাঁর অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছিল বলে জানান সহপাঠীরা।