Breaking News

ডিসেম্বরের শেষেও ডেঙ্গুর দাপট!কলকাতার হাসপাতালে মৃত্যু মালদহের নার্সিং ছাত্রীর

প্রসেনজিৎ ধর,কলকাতা :- ডেঙ্গিতে ফের প্রাণহানি খাস কলকাতায়। বর্ষশেষে করোনার মতোই আবারও উদ্বেগ বাড়াল ডেঙ্গি। এবার মৃত্যু হল এক নার্সিং ছাত্রীর। মৃত ছাত্রীর নাম ফারহানা বেগম। ২১ বছরের তরুণী আলিয়া বিশ্ববিদ্যালয়ে বিএসসি নার্সিং পড়তেন। তৃতীয় বর্ষের এই ছাত্রী আদতে মালদহের বাসিন্দা। পড়াশোনার কারণে পার্ক সার্কাস এলাকায় থাকতেন।মৃত ছাত্রীর সহপাঠীদের সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। জ্বর সহ একাধিক উপসর্গ ছিল। কলকাতা ন্যাশানাল মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছিল তাঁকে। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। অবশেষে শুক্রবার মধ্যরাতে হাসপাতালে মৃত্যু হয় তরুণীর।আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া ইরফান সাদিক জানিয়েছেন, দিন কয়েক আগে জ্বর নিয়ে তরুণীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাঁর ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সেই অনুযায়ী চিকিৎসা চলছিল। কিন্তু ক্রমেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তরুণীকে রাখা হয়েছিল ইনটেনসিভ থেরাপি ইউনিট বা আইটিইউ-তে। তবে শেষরক্ষা হয়নি।আলিয়া বিশ্ববিদ্যালয়ে বিএসসি নার্সিং পড়তেন তরুণী। তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। ডেঙ্গির প্রভাবে শেষ দিকে তাঁর অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছিল বলে জানান সহপাঠীরা।

চলতি মরসুমে কলকাতা-সহ রাজ্যের একাধিক এলাকায় ডেঙ্গির প্রকোপ ছিল চোখে পড়ার মতো। বহু মানুষের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। মশাবাহিত এই রোগে জেলায় জেলায় আক্রান্তও হয়েছিলেন অনেকে। তবে কোনও ক্ষেত্রেই সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি। সরকারের তরফে ডেঙ্গিতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা নিয়ে পরিষ্কার করে কিছু জানানো হয়নি বলে অভিযোগ। যদিও ডেঙ্গি ঠেকাতে সচেতনতামূলক প্রচার এবং সতর্কবার্তা জারি করেছিল স্বাস্থ্য দফতর। মনে করা হচ্ছিল, বর্ষার মরসুম কাটলেই ডেঙ্গি বিদায় নেবে। কিন্তু ভরা শীতের মরসুমেও যে ডেঙ্গি পিছু ছাড়েনি, শুক্রবারের ঘটনা তার প্রমাণ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *