প্রসেনজিৎ ধর, কলকাতা :- ব্যবসায়ীদের দোকান উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্রর চেহরা নিল নিউটাউন। হিডকোর কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ীদের বিরুদ্ধে। ঘটনায় হিডকোর এক কর্মীর মাথা ফেটে গিয়েছে। জখম হয়েছেন দু’পক্ষের আরও কয়েকজন।অস্থায়ী দোকান উচ্ছেদ ঘিরে তীব্র অশান্তি নিউটাউনে |
তারুলিয়া ও ঝিলপাড় দুই এলাকায় NKDA-র আধিকারিকরা শনিবার দুপুরে অস্থায়ী দোকানগুলি ভাঙতে যান। কিন্তু পুনর্বাসনের দাবি তুলে তাঁদের বাধা দেন স্থানীয় বাসিন্দারা। তা থেকেই শুরু হয় অশান্তি। স্থানীয়দের দাবি, আগে পুনর্বাসন দিতে হবে, তার পর দোকান ভাঙা যাবে। আর উচ্ছেদকারীদের জবাব, পুনর্বাসনের ব্যবস্থা হবে, কিন্তু তার আগে দোকান ভেঙে এলাকা পরিষ্কার করা দরকার। ওই এলাকায় পানীয় জলের পাইপলাইন বসবে। কেউ কারও কথা মানতে নারাজ হওয়ায় বাদানুবাদ থেকে হাতাহাতিতে জড়ায় দুপক্ষ। NKDA-র আধিকারিকদের উপর হামলা চলে বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় নিউটাউন থানার পুলিশ।অভিযোগ উচ্ছেদ অভিযান শুরু করতেই ব্যবসায়ীদের একাংশ আক্রমণ শুরু করেন। ইট, পাটকেল ছুড়তে শুরু করে। ইটের আঘাতে মাথা ফেটে যায় হিডকোর এক আধিকারিকের। যদিও পরিস্থিতির জন্য হিডকো কর্তৃপক্ষকে দায়ী করে ব্যবসায়ীদের অভিযোগ, উচ্ছেদের নামে দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। তারই জেরে অশান্তির সূত্রপাত। জানা গেছে, ঘটনা দু’পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। এই মুহূর্তে এলাকায় রয়েছে পুলিশের বিশাল বাহিনী। দু’পক্ষকে নিয়ে বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টা করছে পুলিশ।NKDA-র আধিকারিকরা জানান, ওই এলাকা দিয়ে জলের পাইপলাইন যাবে। সেই কারণে ফাঁকা করা দরকার। তবে ওখানে যাঁদের দোকান ছিল, সেসব দোকানগুলিকে অন্যত্র পুনর্বাসন দেওয়া হবে। দোকানদারদের দাবি, আগে পুনর্বাসন দেওয়া হোক। তার পর দোকান উচ্ছেদ করা হবে। কিন্তু এই দাবি মানতে নারাজ আধিকারিকরা। এনিয়ে দুপক্ষের মধ্যে বচসা, হাতাহাতি শুরু হয়। ২ জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিউটাউন থানার পুলিশ।