Breaking News

প্রাক বড়দিনেই খাস কলকাতায় ৩২৫ জন গ্রেফতার!ট্রাফিক আইন ভাঙার অভিযোগে মামলাও ৫০০-র কাছাকাছি

প্রসেনজিৎ ধর, কলকাতা :-প্রাক বড়দিনেই ৩২৫ জন গ্রেফতার হয়েছে শহরে। তাও ট্রাফিক আইন ভাঙার জন্য। শুনতে অবাক লাগলেও খাস কলকাতার বুকেই এমন ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, আইন ভাঙার পর যখন পুলিশ ধরছে তখন তাদের উপরও শাসানি দেওয়া হয়েছে বলে অভিযোগ। চূড়ান্ত বেলেল্লাপনা ধরা পড়েছে মধ্য কলকাতায়। ২০২৩ সালের শেষ রবিবার এমন ছবিই উঠে এসেছে বলে পুলিশ সূত্রে খবর। রবিবার থেকে উৎসবের আমেজ কলকাতায়।

বড়দিন উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিট-সহ অন্যান্য জায়গায় ঘুরে বেড়িয়েছেন অনেকে। কলকাতা ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগে সারা শহর জুড়ে ৪৫৯টি মামলা দায়ের করা হয়েছে। এমনকি মদ্যপান করে দুর্ব্যবহার-সহ অন্যান্য অভিযোগে কলকাতা শহরের এলাকাভিত্তিক পুলিশ ডিভিশনগুলি থেকে মোট ৩২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, গ্রেফতারির পাশাপাশি মোট ৪১.৪ লিটার পরিমাণের মদ বাজেয়াপ্ত করা হয়েছে। তবে আলাদা করে কোনও গাড়ি বাজেয়াপ্ত করা হয়নি।বিনা হেলমেটে বাইক চালিয়ে আইন ভাঙার অভিযোগ রয়েছেন মোট ১৩১ জনের বিরুদ্ধে। এ ছাড়া একসঙ্গে তিন জন মিলে বাইকে চেপে বেরিয়েছিলেন বলে ৮৪ জন আরোহীর বিরুদ্ধে ট্রাফিক আইন ভাঙার অভিযোগ দায়ের করা হয়েছে। মদ্যপান করে গাড়ি চালানো, বিপজ্জনকভাবে গাড়ি চালানো এবং অন্যান্য কারণে কলকাতা শহর জুড়ে এখনও পর্যন্ত মোট ২৪৪ জনের বিরুদ্ধে ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগ দায়ের করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *