দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- চাকরিপ্রার্থীদের কালীঘাট অভিযানের জেরে গ্রেফতার। পুলিসের দাবি উড়িয়ে শেষপর্যন্ত ৪ চাকরিপ্রার্থীকে জামিন দিল আলিপুর আদালত। ২ হাজার টাকা বন্ডে শর্তসাপেক্ষে জেল হেফাজতে থাকা ওই ৪ জনের জামিনের আবেদন মঞ্জুর করল আদালত। গত ২২ ডিসেম্বর কালীঘাট অভিযান করে গ্রেফতার হন ওই ৪ জন। শুক্রবার হাজরায় জড়ো হয়েছিলেন উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীরা। সেই চাকরিপ্রার্থীদের মধ্যে মহিলারাই ছিলেন সংখ্যায় বেশি। বিক্ষোভ দেখাতে দেখাতে হঠাৎই তাঁরা ঢুকে পড়েন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায়। উদ্দেশ্য ছিল, নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেওয়া। তবে পুলিশ মাঝপথেই আটকে দেয় বিক্ষোভকারীদের। পুলিশের সঙ্গে তুমুল বচসা, ধস্তাধস্তি চলে। মোট ৫৯ জন চাকরিপ্রার্থীকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে ৫৫ জনই ছিলেন মহিলা চাকরিপ্রার্থী।
গত শনিবার ধৃতদের আদালতে তোলা হলে সব মহিলা চাকরিপ্রার্থীদেরকেই জামিন দিয়েছিল আদালত। তবে বাকি ৪ জন পুরুষ চাকরিপ্রার্থীকে দু’দিনের জেল হেফাজত দেওয়া হয়েছিল।সোমবার ওই চারজনকে আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশের তরফে আরও ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করা হয়। বিচারক সরকারি কৌঁসুলিকে প্রশ্ন করেন, এই মামলার তদন্তের অগ্রগতি কেমন? যদিও সেই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি আইনজীবী। পাল্টা তাঁর দাবি ছিল, আন্দোলনকারীরা অপরাধমূলক কাজ করেছেন। পুলিশ কর্মীদের ওপর চড়াও হয়েছিলেন তাঁরা। ধৃতদের পক্ষের আইনজীবী বলেন, চারজন কেউই সেদিন সরাসরি ওই বিক্ষোভের সঙ্গে যুক্ত ছিলেন না। এঁদের মধ্যে দু’জন চায়ের দোকানে বসে ছিলেন আর বাকি দু’জন মোবাইলে ভিডিও করছিলেন। এদিন সওয়াল-জবাবের পর বিচারক শর্ত সাপেক্ষে ধৃত চারজনেরই জামিন মঞ্জুর করে দেন। ২ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তীকালীন মঞ্জুর করেছে আলিপুর আদালত। তবে এরা কেউই কড়া নিরাপত্তাজনিত জায়গায় ঢুকতে পারবেন না।