দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ২২ দিন পর এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেলেন মদন মিত্র। মঙ্গলবার হাসপাতাল থেকে বেরিয়ে কামারহাটির বিধায়ক অবশ্য বলেন, “আমি ভাল নেই।” চিকিৎসকেরাও জানিয়েছেন যে, আগের তুলনায় শারীরিক পরিস্থিতির উন্নতি হলেও, আপাতত কয়েক দিন বিশ্রামেই থাকতে হবে মদনকে।৪ ডিসেম্বর সন্ধ্যায় আচমকা অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয় মদন মিত্রকে। পরের দুদিন স্থিতিশীল থাকলেও আচমকা গভীর রাতে মদন মিত্র ফের তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করেন। পরের দিন একাধিক টেস্ট করার পর ধরা পরে নিউমোনিয়া। পরবর্তীতে ভীষণ কাঁপুনি শুরু হয়। গোটা শরীর ঝাঁকিয়ে কাঁপতে থাকেন তিনি। জ্ঞানও হারান। এরপর CPR দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করা হয় তাঁকে। কিন্তু ওই তীব্র ঝাঁকুনির জেরে কাঁধের হাড় ভেঙে যায় মদন মিত্রের|
কার্ডিওলজিস্ট, নেফ্রোলজিস্ট-সহ মোট ১০ জন চিকিৎসকের একটি দল কামারহাটির বিধায়কের চিকিৎসার দায়িত্ব নেন। অক্সিজেন স্যাচুরেশন কম থাকায় তাঁকে অক্সিজেন দেওয়া হয়। পাশাপাশি স্পাইনাল কর্ডের সিটিস্ক্যান করা হয়। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন তিনি। পরবর্তীতে অস্ত্রোপচার করা হয় মদন মিত্রের কাঁধে। তার পরও বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মদন। মঙ্গলবার ছুটি পেলেন বিধায়ক। এদিন হুইল চেয়ারে হাসপাতাল থেকে বের করা হয় তাঁকে।
Hindustan TV Bangla Bengali News Portal