দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ২২ দিন পর এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেলেন মদন মিত্র। মঙ্গলবার হাসপাতাল থেকে বেরিয়ে কামারহাটির বিধায়ক অবশ্য বলেন, “আমি ভাল নেই।” চিকিৎসকেরাও জানিয়েছেন যে, আগের তুলনায় শারীরিক পরিস্থিতির উন্নতি হলেও, আপাতত কয়েক দিন বিশ্রামেই থাকতে হবে মদনকে।৪ ডিসেম্বর সন্ধ্যায় আচমকা অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয় মদন মিত্রকে। পরের দুদিন স্থিতিশীল থাকলেও আচমকা গভীর রাতে মদন মিত্র ফের তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করেন। পরের দিন একাধিক টেস্ট করার পর ধরা পরে নিউমোনিয়া। পরবর্তীতে ভীষণ কাঁপুনি শুরু হয়। গোটা শরীর ঝাঁকিয়ে কাঁপতে থাকেন তিনি। জ্ঞানও হারান। এরপর CPR দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করা হয় তাঁকে। কিন্তু ওই তীব্র ঝাঁকুনির জেরে কাঁধের হাড় ভেঙে যায় মদন মিত্রের|