প্রসেনজিৎ ধর, কলকাতা :- বড়দিনের রাতে শহর কলকাতায় নেমেছিল মানুষের ঢল | দেদার ফূর্তিতে আইন-কানুন শিকেয় তোলেন কলকাতাবাসী | মাথার উঠল ট্র্যাফিক বিধি | বাড়তি সতর্কতা অবলম্বন করেছিল কলকাতা পুলিশও | কিন্তু এর পরেও বেপরোয়া মানুষজনকে রোখা গেল না | মঙ্গলবার সকালে কলকাতা পুলিশ সূত্রে খবর, বড়দিনে সব মিলিয়ে ৫৩২টি আইন ভাঙার অভিযোগ উঠেছে | তার মধ্যে অর্ধেকেরও বেশি ঘটনায় গ্রেফতারির ঘটনা ঘটেছে |
বাজেয়াপ্ত হয়েছে প্রচুর পরিমাণে বেআইনি মদ | জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে মোট ৫০.৪ লিটার বেআইনি মদ উদ্ধার করেছে পুলিশ | এছাড়াও মত্ত অবস্থায় গাড়ি চালানো কিংবা বেপরোয়া ভাবে ট্র্যাফিক আইন ভেঙে গাড়ি বা বাইক চালানোর ঘটনাও গুচ্ছ | পুলিশ সূত্রে খবর, মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ দায়ের হয়েছে ১০৩টি | বেপরোয়া ভাবে ট্র্যাফিক আইন ভাঙার ঘটনা ঘটেছে ১০৮টি | এছাড়া হেলমেট না পরে গাড়ি চালানোর অভিযোগ দায়ের করা হয়েছে ১৯৯টি | বাইকের পিছনের আসনে বসে হেলমেট না পরার ঘটনায় ৯২টি অভিযোগ দায়ের হয়েছে | এগুলি ছাড়া আরও অন্যান্য আইন ভাঙার অভিযোগ দায়ের করা হয়েছে ৩০টি | সব মিলিয়ে, বড়দিনে ৫৩২টি আইনভঙ্গের অভিযোগ দায়ের করেছে কলকাতা পুলিশ | এর মধ্যে গ্রেফতার করা হয়েছে ২৮৮ জনকে|