বাবলু প্রামানিক :- তিনি কিনা সদ্যই দলত্যাগ করেছেন। দল ছাড়তেই দীনেশ ত্রিবেদী বলেছেন, ‘এখন আমি নিজের সঙ্গে আছি।’ ভোটের আগেই আবারো ভাঙন ধরল রাজ্যের শাসক দলে। এদিন রাজ্যসভায় দাঁড়িয়ে নাটকীয়ভাবে ইস্তফা দেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। দলত্যাগ করতেই দুঃখের বদলে তাঁর চেহারায় সাফ ফুটে ওঠে কনফিডেন্স এর ছোঁয়া। এমনকি গতকাল প্রধানমন্ত্রীর ট্যুইটের প্রশংসা করে রিট্যুইটও করেন তৃণমূল সাংসদ। আজ দল ছেড়ে তিনি জানান, “রাজনীতির অ আ ক খ জানে না যে, সে এখন দলের নেতা! তৃণমূল এখন মমতা বন্দ্যোপাধ্যায়।আমার কাছে দেশ বড়। আজকে আমি স্বস্তি পেলাম”। অন্যদিকে দল ছাড়তেই “দলে এলে স্বাগত জানাব” বলেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই জায়গায় দাঁড়িয়ে ক্ষোভের কথা আগে দলকে জানাননি, বলে মত সৌগত রায়ের। প্রসঙ্গত এভাবে একের পর এক দল ছেড়ে তৃণমূলের নেতাদের বিদায় নেওয়ার বিষয়টা এখন জলভাত হয়ে দাঁড়িয়েছে। তবে শাসক দলের কাছে এটা একেবারেই চ্যালেঞ্জ-এর বিষয়।
Hindustan TV Bangla Bengali News Portal