Breaking News

“এটা পরিবর্তন যাত্রা এই পরিবর্তন যাত্রা থেকেই বাংলায় বদল আসবে”, মমতাকে কটাক্ষের সুরে বিঁধলেন ভারতী ঘোষ

প্রসেনজিৎ ধর :- এদিন রোড র‍্যালি থেকে ফের গর্জে উঠলেন ভারতী ঘোষ। এমনকি রোড র‍্যালিতে ভারতীর পাশাপাশি ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীও। এমনকি সঙ্গে ছিলেন চলচ্চিত্র অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি জানান, “আজ বঙ্গ রাজনীতিতে দাঁড়িয়ে একজন বলছে হাম্বা, হাম্বা, হাম্বা, ক্যা, ক্যা, ক্যা… বলুন তো এরা কোথায় থাকে? এমনকি এতো টাকা খরচ করে টাকা নস্ট করে শিলিগুড়ি গেলেন। এটা পরিবর্তন যাত্রা এবার বদল আসবেই। ভারতীয় জনতার হাত ধরে সব সমস্যার সমাধান হবে।”

এমনকি গতকালও ভরা জনসভায় মমতা সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, “দেশের বিভিন্ন প্রান্তে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরতে হচ্ছে বাংলার ছেলেমেয়ে। ঘরে ঘরে বাড়ছে বেকারদের সংখ্যা। সেই সংখ্যা এক কোটি ছাড়িয়ে গিয়েছে। আর রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু এখনো ঘরে বসে কোন শিল্প নেই, নেই উন্নতি। ভাইরা বোনেরা আপনারাই বলুন কী করবেন আপনারা? টাকা দিলে চাকরি হচ্ছে। দুয়ারে দুয়ারে সরকার, ঘরে ঘরে বেকার! রাজ্যের মেয়েরা সুরক্ষিত নয়, ছেলে মেয়েরা চাকরি নেই। মধ্যবিত্তরা কেমন করে বাঁচবেন?

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *