Breaking News

শাহী সফরের পরই বঙ্গ সফরে মোহন ভাগবত!৪ দিনের সফরে কলকাতায় আরএসএস প্রধান

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- বছর ঘুরলেই লোকসভা ভোট। সেদিকে লক্ষ্য রেখে বড়দিনের রাতে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঙ্গলবার নেতৃত্বদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক থেকে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গড়ে দিয়েছেন তাঁরা। এবার বঙ্গ সফরে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত।আরএসএস সূত্রের খবর, আগামী ২৯ জানুয়ারি রাতে কলকাতায় আসবেন মোহন ভাগবত। ৩০ ও ৩১ জানুয়ারি বাংলায় থাকবেন তিনি। এই সফরে মূলত সাংগঠনিক আলোচনা করবেন তিনি। তবে সেই সঙ্গে রাজ্যের একাধিক বুদ্ধিজীবীর সঙ্গে দেখা করতে পারেন।

যার মধ্যে নাম রয়েছে প্রাক্তন সিবিআই কর্তা তথা রাজ্যের নিয়োগ দুর্নীতি আন্দোলনের অন্যতম মুখ উপেন বিশ্বাসের। একই সঙ্গে ভাগবত দেখা করতে পারেন AIFF প্রধান কল্যাণ চৌবের সঙ্গেও।তবে এসবের বাইরে একাধিক সাংগঠনিক কর্মসূচি রয়েছে মোহন ভাগবতের। সামনেই রাম মন্দিরের উদ্বোধন। সেটাকে ঘিরে কীভাবে কর্মসূচি নেওয়া যায়। রাজ্য থেকে কারা কারা যাবেন, কীভাবে প্রচার করা হবে এসব নিয়ে আলোচনা করবেন ভাগবত। সংঘপ্রধানের সঙ্গে বঙ্গ বিজেপির একাধিক নেতাও আলোচনা করবেন বলে শোনা যাচ্ছে।সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয়েছে ‘লক্ষ মানুষের কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচি। উদ্যোক্তারা লক্ষ মানুষের সমাবেশের দাবি করলেও পুলিশের হিসেবে সংখ্যাটা ৫০ হাজারের আশেপাশে। এ ব্যাপারেও আরএসএসের এরাজ্যের নেতাদের সঙ্গে মোহন ভাগবত কথা বলতে পারেন বলে সূত্রের খবর। লোকসভার আগে সংগঠনকে আরও চাঙ্গা করতে এদফার বৈঠক থেকে আরএসএস প্রধান রাজ্যের কর্মকর্তাদের একাধিক নির্দেশ দেবেন বলে মনে করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *