প্রসেনজিৎ ধর, কলকাতা :- সাতসকালে বেলগাছিয়া মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা এক বৃদ্ধের। শেষ মুহূর্তে বৃদ্ধের প্রাণ বাঁচালেন এক আরপিএফ কর্মী। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ। ডাউন লাইনে ট্রেন ঢোকার মুখে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন ৭৩ বছরের এক বৃদ্ধ। কিন্তু ঠিক সময়েই তাঁর হাত টেনে ধরে প্রাণে বাঁচান এক আরপিএফ কর্মী। বৃদ্ধের জ্ঞান ফিরতেই তাঁকে স্টেশন ম্যানেজারের অফিসে নিয়ে যাওয়া হয়। মেট্রো কর্তৃপক্ষকে বৃদ্ধ জানিয়েছেন, পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
এই ঘটনার পরেই বৃদ্ধের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। ৯টা নাগাদ বৃদ্ধকে পুলিশের হাতে তুলে দেয় মেট্রো কর্তৃপক্ষ।বেলগাছিয়া মেট্রো স্টেশনে সবে ঢুকছিল ট্রেন। ডাউন লাইনের বাঁকে আলোর দেখা পেতেই স্টেশনের শেষ প্রান্তে ধীর পায়ে এগিয়ে গেলেন এক বৃদ্ধ। ট্রেন প্ল্যাটফর্মের কাছাকাছি আসতেই তাঁর শরীরটা ঝাঁপিয়ে পড়তে গেল মেট্রোর লাইনে। ঠিক সেই মুহূর্তে একটা হাত এক ঝটকায় টেনে নিয়ে এল তাঁকে।কয়েক মুহূর্তের অন্ধকার হঠাৎ কেটে গিয়ে তাঁর চোখে-মুখে তখন প্ল্যাটফর্মের ঝকঝকে আলো। তাঁর হাতটি ধরে রয়েছেন মেট্রো স্টেশনেই কর্তব্যরত এক আরপিএফ কর্মী। বুধবার সকালে এই ভাবেই মেট্রোয় এক বৃদ্ধের আত্মহত্যার চেষ্টা আটকে দিলেন কর্তব্যে সতর্ক ওই আরপিএফ কর্মী। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমাক রেড্ডি এই প্রাণ বাঁচানোর ঘটনায় ওই আরপিএফ কর্মীর প্রশংসা করেছেন। মোক্ষম মুহূর্তে তাঁর তৎপরতার কারণেই যে মেট্রো পরিষেবা বড় সমস্যার হাত থেকে রক্ষা পেল তা-ও জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।
Hindustan TV Bangla Bengali News Portal