দেবরীনা মণ্ডল সাহা , কলকাতা :-শাহি সফরের পর এবার বৈঠকে বঙ্গ বিজেপি। আমাদের দলের বড় সমস্য হলো কেউ উপরে উঠতে গেলে তাকে পা ধরে নিচে নামিয়ে দেওয়া হয়। এটা বন্ধ না করলে, আমাদের সাফল্য আসবে না’। বৈঠকে বললেন খোদ দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।বঙ্গ বিজেপির গোষ্ঠীকোন্দল নিয়ে রাজ্য কমিটির বৈঠকে বিস্ফোরক মন্তব্য রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তিনি বলেন, ‘‘আমাদের দলের বড় সমস্যা হল কেউ উপরে উঠতে গেলে তাকে পা ধরে নিচে নামিয়ে দেওয়া হয়। এটা বন্ধ না হলে আমাদের সাফল্য আসবে না।’’ সুকান্তর এই কথা বলার সময়ে মঞ্চে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন।