Breaking News

‘বিজেপিতে কেউ উপরে উঠতে গেলে পা ধরে নিচে নামিয়ে দেওয়া হয়’!বঙ্গ বিজেপির গোষ্ঠী কোন্দল নিয়ে বিস্ফোরক সুকান্ত মজুমদার

দেবরীনা মণ্ডল সাহা , কলকাতা :-শাহি সফরের পর এবার বৈঠকে বঙ্গ বিজেপি। আমাদের দলের বড় সমস্য হলো কেউ উপরে উঠতে গেলে তাকে পা ধরে নিচে নামিয়ে দেওয়া হয়। এটা বন্ধ না করলে, আমাদের সাফল্য আসবে না’। বৈঠকে বললেন খোদ দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।বঙ্গ বিজেপির গোষ্ঠীকোন্দল নিয়ে রাজ্য কমিটির বৈঠকে বিস্ফোরক মন্তব্য রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তিনি বলেন, ‘‘আমাদের দলের বড় সমস্যা হল কেউ উপরে উঠতে গেলে তাকে পা ধরে নিচে নামিয়ে দেওয়া হয়। এটা বন্ধ না হলে আমাদের সাফল্য আসবে না।’’ সুকান্তর এই কথা বলার সময়ে মঞ্চে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন।

তখন অবশ্য মঞ্চে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে শুভেন্দু বৈঠকে হাজির হন। গেরুয়া শিবিরের একাংশ মনে করছে, এই মন্তব্য করে দল যে গোষ্ঠীকোন্দলে জর্জরিত, নেতাদের মধ্যে বিভাজন চরমে, সেটাই স্বীকার করে নিলেন রাজ্য সভাপতি। রাজ্য সভাপতির নিশানায় শুভেন্দু অধিকারী রয়েছেন কী না তা নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে দলের মধ্যে। একইসঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে রাজ্য নেতাদের প্রতি সুকান্তর বার্তা, নিজেদের মধ্যে লড়াই বন্ধ করুন। নাম না করে অনুপম হাজরার পদ যাওয়া নিয়ে তাঁর মন্তব্য, ‘‘ডিসিপ্লিন না থাকলে শাস্তি পেতে হবে।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *