প্রসেনজিৎ ধর , কলকাতা :- অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন নিয়ে দেশের একটি বড় অংশে দেখা দিয়েছে চরম উন্মাদনা। ২২ জানুয়ারি ঐতিহাসিক সেই ক্ষণের সাক্ষী হতে কারা হাজির থাকবেন তা নিয়েও জল্পনা তুঙ্গে। কার কার কাছে গেল রাম জন্মভূমি ন্যাসের আমন্ত্রণপত্র আর কারাই বা হাজির থাকার ব্যাপারে সম্মতি জানালেন তা নিয়ে জোর চর্চা চলছে বিভিন্ন মহলে। তবে রাম মন্দিরের উদ্বোধনে যে মমতা বন্দ্যোপাধ্যায় হাজির থাকবেন না এ ব্যাপারে তৃণমূলের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতেই বিরক্তি প্রকাশ করলেন তিনি। সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে তিনি যাবেন কিনা! জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা শ্লেষের সঙ্গেই বলেন, “ভাই তোমরা তো সব জেনে বসে আছো। আমি তো কিছুই জানি না।”তৃণমূল সূত্রে আগেই জানানো হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অযোধ্যায় যাওয়ার কোনও সম্ভাবনা নেই। গেলেও অন্তত ওই দিন যাবেন না। তবে হ্যাঁ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো কাউকে প্রতিনিধি হিসাবে পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।