নিজস্ব সংবাদদাতা :- দীনেশ ত্রিবেদীকে এবার ‘বিশ্বাসঘাতক’ তকমা দিলেন মদন মিত্র। জানালেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দীনেশ ত্রিবেদীকে শুধু নোবেল প্রাইজ দেওয়া বাকি ছিল।” গতকালই রাজ্যসভায় দাঁড়িয়ে নাটকীয়ভাবে ইস্তফা দেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। দলত্যাগ করতেই দুঃখের বদলে তাঁর চেহারায় সাফ ফুটে ওঠে কনফিডেন্স এর ছোঁয়া। এমনকি গতকাল প্রধানমন্ত্রীর ট্যুইটের প্রশংসা করে রিট্যুইটও করেন তৃণমূল সাংসদ। দল ছেড়ে তিনি জানান, “রাজনীতির অ আ ক খ জানে না যে, সে এখন দলের নেতা! তৃণমূল এখন মমতা বন্দ্যোপাধ্যায়।আমার কাছে দেশ বড়। আজকে আমি স্বস্তি পেলাম”। অন্যদিকে দল ছাড়তেই “দলে এলে স্বাগত জানাব” বলেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দল ছেড়ে দীনেশ ত্রিবেদীও তৃণমূলের বিরুদ্ধে তাঁর ক্ষোভ প্রকাশ করেন। জানান, “আমার রাজ্যের সর্বত্র হিংসাত্মক ঘটনা ঘটছে। অথচ আমরা কিছু বলতে পারছি না। আমি রবীন্দ্রনাথ, নেতাজির ভূমি থেকে আসা মানুষ। তাই এটা আমি আর দেখতে পারছি না। কিন্তু আমার দমবন্ধ হয়ে আসছে। এর চেয়ে ইস্তফা দিয়ে বাংলায় গিয়ে কাজ করা ভালো।”