Breaking News

নতুন বছরে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা, মমতার চিঠি পাবে রাজ্যের পড়ুয়ারা!পালিত হবে পড়ুয়া সপ্তাহ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- নতুন বছর আসতে আর দেরি নেই। আর সেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে পড়ুয়াদের চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শুক্রবার পড়ুয়াদের চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী।চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই জানুয়ারির প্রথম সপ্তাহ স্টুডেন্টস উইক হিসেবে পালন করার কথা উল্লেখ করেছেন| চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, আমার ধারণা আমরা যেভাবে তোমাদের কথা ভেবেছি সেভাবে আগে কখনও ভাবা হয়নি। সেই সঙ্গেই পড়ুয়াদের কল্যাণে রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিয়েছে তা ফলাও করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।রাজ্যে পড়ুয়াদের কথা সরকার যেভাবে ভেবেছে, তাতে শিক্ষায় কোনও বাধা থাকবে না। এমনভাবে আর কোনও সরকার কখনও ভাবেনি। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে চিঠিতে লিখেছেন মুখ‌্যমন্ত্রী। শুধু তাই নয়, আগামিদিনেও পড়ুয়াদের জন‌্য নতুন প্রকল্প আনবেন বলে জানিয়েছেন।

নতুন বছরের প্রথম সপ্তাহকে ‘পড়ুয়া সপ্তাহ’ বলে পালন করা হয়। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে স্টুডেন্টস ক্রেডিট কার্ড, তরুণের স্বপ্নের মতো উদ্যোগগুলি রাজ্য সরকার নিয়েছে, সেই প্রসঙ্গও চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে এই তথ্য ও পরিসংখ্যান উল্লেখ করার পাশাপাশি ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত জানুয়ারী প্রথম সপ্তাহ জুড়ে যে স্টুডেন্ট উইক পালন করা হবে তার কর্মসূচির মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাপত্র পাঠানো একটি অন্যতম কর্মসূচি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।আগামী ১ ও ২ জানুয়ারি স্কুল মারফত মিড-ডে-মিল সামগ্রী বিতরণ করা হবে ছাত্র-ছাত্রীদের। তারই সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছাপত্র দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের। ইতিমধ্যেই তার গাইড লাইন চূড়ান্ত করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। অন্য দিকে স্টুডেন্ট উইকে কর্মসূচি হিসেবে প্রায় ২৫ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে উচ্চ শিক্ষা দফতর। ইতিমধ্যেই সেই টার্গেটকে সামনে রেখে বিভিন্ন জেলাগুলিকে উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে রাজ্যের তরফে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *