Breaking News

স্বরাষ্ট্রসচিব পদে নন্দিনী চক্রবর্তীর নিয়োগ ‘অবৈধ’!আদালতে যাওয়ার সিদ্ধান্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- স্বরাষ্ট্রসচিব পদে নন্দিনী চক্রবর্তীর নিয়োগকে ‘অবৈধ’ বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।সদ্য স্বরাষ্ট্রসচিব পদে আসীন হয়েছেন নন্দিনী চক্রবর্তী। একজন মহিলা আমলাকে এই পদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আসায় খুশি সবপক্ষই। কিন্তু খুশি নন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তাঁর এই নিয়োগকে ‘অবৈধ’ বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানান তিনি। আজ, মঙ্গলবার শুভেন্দু অধিকারী জানিয়েছেন,এই অবৈধ নিয়োগের বিরুদ্ধে আদালতের যাবেন তিনি।এদিকে রবিবার ২০২৩ সালের শেষ দিনে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে নতুন স্বরাষ্ট্রসচিব এবং মুখ্যসচিবের নাম ঘোষণা করেছে। স্বরাষ্ট্রসচিব পদ থেকে মুখ্যসচিব হন বিপি গোপালিকা। আর পর্যটন দফতরের সচিব নন্দিনী চক্রবর্তীকে করা হয় স্বরাষ্ট্রসচিব। আর সোমবার থেকে নবান্নে নতুন দফতরে এসে কাজ শুরু করেছেন নতুন স্বরাষ্ট্রসচিব। আর এটা নিয়েই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর নিয়োগকে সরাসরি ‘অবৈধ’ দাবি করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *