Breaking News

‘লিপস অ্যান্ড বাউন্ডস’ মামলায় রিপোর্ট জমা পড়ল কলকাতা হাইকোর্টে!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন। সেই মামলায় মঙ্গলবার হাইকোর্টে রিপোর্ট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কত সম্পত্তির হদিশ মিলেছে, তা এদিনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে আরও বিপাকে পড়তে চলেছে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এই মামলার সূত্র ধরে যাঁদের নাম সামনে এসেছে, তাঁদের একে একে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে দাবি করেছে ইডি।প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জড়াল ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থা। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার রিপোর্ট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ জড়িত। মোট সাড়ে ৭ কোটি টাকার দুর্নীতি খুঁজে পেয়েছে ইডি । সেসব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মুখবন্ধ খামে রিপোর্ট দিয়ে ইডির বক্তব্য, এই সাড়ে ৭ কোটি টাকার পুরোটাই ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার সম্পত্তি। এই মামলার পরবর্তী শুনানি বুধবার। ওইদিন ইডির জয়েন্ট ডিরেক্টরকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই দুর্নীতি মামলার তদন্ত শেষ করার জন্য ২০২৩ সাল পর্যন্ত ইডিকে সময় বেঁধে দিয়েছিল হাইকোর্ট।

কিন্তু ইডি এদিন মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করে জানায়, তদন্ত চলাকালীন প্রচুর তথ্য মিলেছে। সেই কারণে তদন্ত এখনও শেষ করা যায়নি। আরেকটু সময় লাগবে। এরপরই বিচারপতি অমৃতা সিনহা ইডির জয়েন্ট ডিরেক্টরকে সশরীরে বুধবার হাজিরা দেওয়ার কথা বলেন।অভিষেকের সংস্থা লিপ্‌স অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত বেশ কিছু তথ্য অনেক আগেই ইডিকে বিশদে জানাতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিংহ। লিপ‌্স অ্যান্ড বাউন্ডস সংস্থার ছ’জন ডিরেক্টরের নাম, তাঁদের সম্পত্তির পরিমাণ, সংস্থার লেনদেন, তার মূল্য, এই সংস্থার কারা উপভোক্তা, তাঁদের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সংস্থার রোজকার কাজ কে দেখতেন, সিইও অভিষেকের সম্পত্তির বিস্তারিত বিবরণ, তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিস্তারিত বিবরণ, সংস্থার সব কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কারা, কবে সংস্থায় যোগ দিয়েছেন, কেন সংস্থার ঠিকানা পরিবর্তন এবং তদন্ত নিয়ে কার কাছে ইডি সাহায্য চায়, তা জানাতে বলা হয়েছিল হাই কোর্টে। এ বিষয়ে অভিষেকের কাছে নথি চাওয়া হলে কিছু দিন আগেই ইডিকে তাঁর সংস্থা সংক্রান্ত তথ্য জমা দিয়ে এসেছিলেন অভিষেক। তার প্রেক্ষিতেই মঙ্গলবার বিষয়টি আদালতে জানায় ইডি। তারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে নজরদারি চালাচ্ছে এবং লেনদেন বন্ধ রাখার বিষয়ে নির্দেশ দিয়ে দিয়েছে, তা জানায় ইডি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *