Breaking News

‘মমতা -অভিষেক কোনও দ্বন্দ্ব নেই, যেভাবে প্রচার হচ্ছে, সেটা ঠিক নয়’,বিস্ফোরক শোভনদেব চট্টোপাধ্যায়!অভিষেক প্রসঙ্গেও সপাটে জবাব মন্ত্রীর

প্রসেনজিৎ ধর :-“দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে। পৃথিবীর সব দলে দ্বন্দ্ব আছে। দ্বন্দ্ব নিয়েই মমতা ৩ বার মুখ্যমন্ত্রী হয়েছেন।” তৃণমূলের অন্দরে নবীন-প্রবীণ দ্বন্দ্ব আবহের মধ্যেই ‘বিস্ফোরক’ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূলের বর্ষীয়ান নেতা। মঙ্গলবার উত্তরপাড়ায় তৃণমূলের দ্বন্দ্ব নিয়ে মন্ত্রী বলেন, “দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে। পৃথিবীর সব দলে দ্বন্দ্ব আছে। দ্বন্দ্ব নিয়েই মমতা ৩ বার মুখ্যমন্ত্রী হয়েছেন। আমাদের লড়াই পশ্চিমবঙ্গের বুকে বিজেপিকে শূন্যে নামিয়ে আনা।”

পাশাপাশি, দলের অন্দরে মমতা-অভিষেক দ্বন্দ্বের জল্পনা প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। বলেন, “মমতা-অভিষেক কোনও দ্বন্দ্ব নেই। লড়াই বলে যেভাবে প্রচার হচ্ছে, সেটা ঠিক নয়। মমতাকে আমাদের নেত্রী চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমাদের সমানভাবে চাই। এদিন হুগলির উত্তরপাড়ায় এক কর্মসূচিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক ঘটনা পরম্পরার নিরিখে তৃণমূলের অন্যতম প্রবীণ নেতার এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।যদিও এরপরই মমতার ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিক শোভনদেববাবু বললেন, “সব সময় মনে রাখতে হবে, দ্বন্দ্বের পরেই আবার প্রীতি সম্পর্ক হয়। দ্বন্দ্ব সব জায়গাতেই আছে। পৃথিবীর সব দলেই দ্বন্দ্ব থাকবে। দু’জন মানুষকে দেখতে এক হয় না, সুতরাং দ্বন্দ্ব থাকবেই। কিন্তু এই দ্বন্দ্ব নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তিন বার জিতেছেন। শেষ বার চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন। এ বছর আমাদের টার্গেট পশ্চিমবঙ্গের মাটিতে অন্তত বিজেপিকে শূন্যে নামিয়ে আনা।”পাশাপাশি, তিনি আরও বলেন, “মমতা-অভিষেক কোনও দ্বন্দ্ব নেই। লড়াই বলে যেভাবে প্রচার হচ্ছে, সেটা ঠিক নয়। মমতাকে আমাদের নেত্রী চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমাদের সমানভাবে চাই। কর্মীদের বলব, রাস্তায় নেমে মানুষকে বলুন যে এই স্বৈরাচারী সরকার যদি থাকে তাহলে আমাদের বাগরুদ্ধ হয়ে যেতে হবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *