Breaking News

নতুন বছরে ফের জাঁকিয়ে শীতের ব্যাটিং?রয়েছে বৃষ্টির সম্ভাবনাও,পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের !

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বর্ষশেষে শীতের দেখা মেলেনি। বঙ্গবাসীদের মনে প্রশ্ন ছিল নতুন বছর শীত নিয়ে আসবে কি না। নতুন বছরে পা ফেলতেই অবশ্য তাপমাত্রার পারদ খানিকটা নীচে নেমেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দশ দিন পর কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়েছে।

আগামী পাঁচ থেকে সাত তারিখ একটি পশ্চিমী ঝঞ্ঝা ঝাড়খন্ড এবং দক্ষিণবঙ্গে প্রভাব ফেলবে। এর ফলে উত্তরবঙ্গে আজ থেকে আগামী পাঁচ দিন দার্জিলিঙে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা।শুক্রবার থেকে রবিবার বৃষ্টির আশঙ্কা পশ্চিমের জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা।শুক্র ও শনিবার অর্থাৎ ৫ ও ৬ জানুয়ারি এই বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে এই বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।দার্জিলিং ও কালিম্পং-সহ সিকিম ও পার্বত্য উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী পাঁচ দিন দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে।আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা একই রকম তাপমাত্রা থাকবে। বৃহস্পতিবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। কলকাতায় তাপমাত্রাফের ১৮ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, বঙ্গোপসাগর এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় বায়ুমণ্ডলের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তাছাড়া রাজ্যের পূর্ব দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস বঙ্গে প্রবেশ করার কারণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।সকালের দিকে কুয়াশার চাদরে ঘিরে থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেই আস্তরণ কেটে যাবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *