সৃজিতা মুখার্জি :- বরাবরই তিনি সাফ কথায় বিশ্বাসী, লুকিয়ে চুরিয়ে নয় উলটে শুরু থেকেই তিনি সব কথা সামনে থেকেই বলতে বেশি পছন্দ করেন। তাই বারবার বিতর্কেও জড়ান তৃণমূল নেতা মদন মিত্র। এবার এসএসকেএমে দাঁড়িয়ে হাসপাতাল অধিকর্তাকে কার্যত একহাত নিলেন মদন মিত্র। বুধবার এসএসকেএম হাসপাতালে যান মদন মিত্র। সেখানেই একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে সরব হয়েছিলেন প্যারা মেডিক্যাল পড়ুয়ারা। ওই ছাত্রছাত্রীদের সামনে দাঁড়িয়েই অধিকর্তাকে হুমকি দিতে দেখা যায় মদন মিত্রকে। তিনি জানান, “ কাজ না হলে এরপরের দিন আমি ছাত্র ছাত্রীদের নিয়ে ডাক্তারদের ঘরে বসে আমরা মিটিং করবো”। অন্যদিকে হাসপাতালে যাওয়া নিয়ে তিনি জানান, তাঁর কাছে টেন্ডার নিয়ে একটা ভুল তথ্য ছিল, তাই গেছিলাম সেই নিয়ে যদি আপনার খারাপ লাগে আমি দুঃখিত। অন্যদিকে হাসপাতালের অধিকর্তাকেও বারবার ফোন করা হয়েছে। কিন্তু তিনি ফোন তোলেন নি, যোগাযোগও করেন নি। এমনকি ভোটের আগেই হাসপাতালের সামনে দাঁড়িয়ে এভাবে হাসপাতালের অধিকর্তাকে হুমকি দেওয়ার ভিডিও প্রকাশ্যে আসতে ফের বিপাকে পড়েছেন মদন মিত্র।