Breaking News

এসএসকেএম-এ প্রভাবশালীদের মাসের পর মাস কী চিকিৎসা চলছে? হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট!

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার প্রভাবশালীদের এসএসকেএম হাসপাতালে মাসের পর মাস কী চিকিৎসা চলছে? প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার ২টি জনস্বার্থ মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এব্যাপারে রাজ্য সরকারকে ২৪ জানুয়ারির মধ্যে হলফনামা পেশ করতে বলেছে। একই সময়সীমার মধ্যে ওই অভিযুক্তদের শারীরিক অবস্থা নিয়ে এসএসকেএম কর্তৃপক্ষকে রিপোর্ট দিতে বলেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।মামলাকারীরা দাবি করেন, এসএসকেএম হাসাপাতালে একাধিক অভিযুক্ত সাধারণ মানুষের জন্য বরাদ্দ বেড ও কেবিন দখল করে রয়েছে। মাসের পর মাস তাদের কী চিকিৎসা সেখানে চলছে তা নিয়ে কোনও তথ্য প্রকাশ্যে আসছে না। সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার সুনিশ্চিত করতে তাই এব্যাপারে হস্তক্ষেপ করুক আদালত। এই সংক্রান্ত ২টি মামলার শুনানিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দেয়, এব্যাপারে ২৪ জানুয়ারির মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে হবে তাদের। জেলবন্দি আসামিকে দিনের পর দিন হাসপাতালে রাখার ক্ষেত্রে নিয়ম মানা হয়েছে কি না তা আদালতকে জানাতে হবে তাদের। সঙ্গে এসএসকেএম হাসপাতালের কাছে এই ধরণের প্রভাবশালী রোগীর সংখ্যা ও তাদের শারীরিক অবস্থার রিপোর্ট জমা দিতে বলেছে আদালত।নিয়ম অনুযায়ী জেল থেকে হাসপাতালে আসার পর অভিযুক্তরা সুস্থ হয়ে গেলে তাদের জেলে ফেরত পাঠানো হয়। প্রধান বিচারপতির প্রশ্ন, প্রভাবশালী ব্যক্তিদের জন্য আলাদা ওয়ার্ড তৈরি করা যেতে পারে? শিশুদের জন্য বরাদ্দ বেডে আছেন সুজয়কৃষ্ণ? কেন আছেন? যদিও সরকারি আইনজীবী এদিন কোনও প্রশ্নের জবাব দেননি। “এটা চিকিৎসকরা বলতে পারেন”, বলেই পালটা জানান সরকারি আইনজীবী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *